বাণিজ্য

ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করছে ইএফডি

রাসেল মাহমুদ : মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় নিয়ে নানা অনিয়মের অভিযোগ বেশ পুরনো। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেমন দায়ী করা হয়; তেমনি ভোক্তা পর্যায় থেকে ভ্যাট আদায়কারীরাও দায়ী বলে মনে করেন অনেকেই। বিশেষ করে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বিক্রি করে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগও বেশ পুরোনো। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি চালু করেছে আধুনিক প্রযুক্তির মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও চট্টগ্রামে এরই মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। আগামী জুনের মধ্যে আরও দশ হাজার মেশিন বসানো হবে। ক্রেতা যাতে এ মেশিন ব্যবহার করে ভ্যাট প্রদানে উৎসাহিত হন সে লক্ষ্যে লটারির মাধ্যমে পুরস্কারও দিচ্ছে সরকার।

সম্প্রতি লটারির মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কার দিয়েছে এনবিআর। বিশেষ সফটওয়ারের মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়।

এনবিআর জানিয়েছে, গত জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সারাদেশে স্থাপিত প্রায় এক হাজার ৪৫০টি ইএফডি মেশিনে কেনাকাটার বিল পরিশোধে ১১ লাখ ৭৯ হাজার ১১ কুপন তৈরি হয়। এদের মধ্য থেকে লটারি করে ১০১টি কুপনকে পুরস্কৃত করা হয়েছে।

এখন থেকে প্রতি মাসে এরকম লটারি হবে। লটারিতে প্রথম পুরস্কার একটি, এর মূল্যমান এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারও একটি ৫০ হাজার টাকার। তৃতীয় পুরস্কার পাঁচটি, প্রতিটি ২৫ হাজার টাকা করে।

এছাড়া পঞ্চম পুরস্কার ৯৪টি। প্রতিটি ১০ হাজার টাকা করে। পুরস্কারের টাকা আয়কর মুক্ত ঘোষণা করেছে এনবিআর।

এনবিআরের কর্তকর্তারা বলেন, প্রতিমাসে লটারির ড্রর ফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইএফডি হচ্ছে অত্যাধুনিক হিসাব যন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআরের উন্নত সংস্করণ। ইএফডি মেশিন থেকে সংগৃহিত চালান বা রশিদের ওপর ভিত্তি করে লটারি করে ভ্যাট দাতাদের পুরস্কৃত করা হবে।

ইএফডি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, খুচরা কেনাকাটায় জনগণ যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হচ্ছে কি-না তা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা ছিল। এনবিআরের মধ্যেও অস্বস্তি ছিল। এনবিআর নিশ্চিত করতে পারতো না যে জনগণের পরিশোধ করা ভ্যাট সরকার পাচ্ছে। ইএফডি মেশিনের কারণে সেই অনাস্থা কেটে গেছে। এখন সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে কে কত ভ্যাট পরিশোধ করেছে।

তিনি বলেন, জনগণের কাছে অনুরোধ আপনারা ভ্যাট দিন। এনবিআর আপনাদের ভ্যাট দেয়া সহজ করে দেবে। যত বেশি ভ্যাট আসবে, তত বেশি ভ্যাট হার কমবে। ভ্যাটের লোড কমানো যাবে। পর্যায়ক্রমে ভ্যাট দেয়া কষ্টের বিষয় থেকে আনন্দের বিষয়ে রূপান্তর হবে।

এনবিআরে একজন সদস্য জানান, ইএফডির কুপন লটারি করে ক্রেতাকে পুরস্কৃত করা একটি বিশেষ উদ্ভাবন। সেই সঙ্গে ডিজিটাল রাজস্ব ব্যবস্থা গড়ার ক্ষেত্রে এক ধরনের আন্দোলনও বটে। ইএফডি মেশিন বসানো চলছে। আগামী এক বছরে মধ্যে সারা দেশে ৫০ হাজার মেশিন বসানো হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এক হাজার ৪৭১টি এএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন বসানো হয়েছে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিন দিনের...

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চ...

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখো মানুষের অংশগ্রহণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জ...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা