বাণিজ্য

ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করছে ইএফডি

রাসেল মাহমুদ : মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় নিয়ে নানা অনিয়মের অভিযোগ বেশ পুরনো। এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেমন দায়ী করা হয়; তেমনি ভোক্তা পর্যায় থেকে ভ্যাট আদায়কারীরাও দায়ী বলে মনে করেন অনেকেই। বিশেষ করে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পণ্য বিক্রি করে গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগও বেশ পুরোনো। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য প্রতিষ্ঠানটি চালু করেছে আধুনিক প্রযুক্তির মেশিন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা শহরের বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর ও চট্টগ্রামে এরই মধ্যে এক হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। আগামী জুনের মধ্যে আরও দশ হাজার মেশিন বসানো হবে। ক্রেতা যাতে এ মেশিন ব্যবহার করে ভ্যাট প্রদানে উৎসাহিত হন সে লক্ষ্যে লটারির মাধ্যমে পুরস্কারও দিচ্ছে সরকার।

সম্প্রতি লটারির মাধ্যমে ভ্যাট প্রদানকারীদের পুরস্কার দিয়েছে এনবিআর। বিশেষ সফটওয়ারের মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়।

এনবিআর জানিয়েছে, গত জানুয়ারি মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সারাদেশে স্থাপিত প্রায় এক হাজার ৪৫০টি ইএফডি মেশিনে কেনাকাটার বিল পরিশোধে ১১ লাখ ৭৯ হাজার ১১ কুপন তৈরি হয়। এদের মধ্য থেকে লটারি করে ১০১টি কুপনকে পুরস্কৃত করা হয়েছে।

এখন থেকে প্রতি মাসে এরকম লটারি হবে। লটারিতে প্রথম পুরস্কার একটি, এর মূল্যমান এক লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারও একটি ৫০ হাজার টাকার। তৃতীয় পুরস্কার পাঁচটি, প্রতিটি ২৫ হাজার টাকা করে।

এছাড়া পঞ্চম পুরস্কার ৯৪টি। প্রতিটি ১০ হাজার টাকা করে। পুরস্কারের টাকা আয়কর মুক্ত ঘোষণা করেছে এনবিআর।

এনবিআরের কর্তকর্তারা বলেন, প্রতিমাসে লটারির ড্রর ফল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইএফডি হচ্ছে অত্যাধুনিক হিসাব যন্ত্র। এটি ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআরের উন্নত সংস্করণ। ইএফডি মেশিন থেকে সংগৃহিত চালান বা রশিদের ওপর ভিত্তি করে লটারি করে ভ্যাট দাতাদের পুরস্কৃত করা হবে।

ইএফডি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, খুচরা কেনাকাটায় জনগণ যে ভ্যাট পরিশোধ করছেন, তা সরকারি কোষাগারে জমা হচ্ছে কি-না তা নিয়ে ক্রেতাদের মধ্যে অনাস্থা ছিল। এনবিআরের মধ্যেও অস্বস্তি ছিল। এনবিআর নিশ্চিত করতে পারতো না যে জনগণের পরিশোধ করা ভ্যাট সরকার পাচ্ছে। ইএফডি মেশিনের কারণে সেই অনাস্থা কেটে গেছে। এখন সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে কে কত ভ্যাট পরিশোধ করেছে।

তিনি বলেন, জনগণের কাছে অনুরোধ আপনারা ভ্যাট দিন। এনবিআর আপনাদের ভ্যাট দেয়া সহজ করে দেবে। যত বেশি ভ্যাট আসবে, তত বেশি ভ্যাট হার কমবে। ভ্যাটের লোড কমানো যাবে। পর্যায়ক্রমে ভ্যাট দেয়া কষ্টের বিষয় থেকে আনন্দের বিষয়ে রূপান্তর হবে।

এনবিআরে একজন সদস্য জানান, ইএফডির কুপন লটারি করে ক্রেতাকে পুরস্কৃত করা একটি বিশেষ উদ্ভাবন। সেই সঙ্গে ডিজিটাল রাজস্ব ব্যবস্থা গড়ার ক্ষেত্রে এক ধরনের আন্দোলনও বটে। ইএফডি মেশিন বসানো চলছে। আগামী এক বছরে মধ্যে সারা দেশে ৫০ হাজার মেশিন বসানো হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এক হাজার ৪৭১টি এএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন বসানো হয়েছে।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা