খেলা
ইউরো ২০২০

করোনা উসকে দেয়ার শঙ্কা

ক্রীড়া ডেস্ক: জার্মান চ্যান্সেলর ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা সংকট মোকাবিলার লক্ষ্যে কিছু পদক্ষেপের ঘোষণা করেছেন৷ বিদেশ-ফেরত মানুষের উপর কড়াকড়ি এবং মাস্ক না পরলে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে৷ সূত্র- ডয়চে ভেলে

করোনা ভাইরাস মোকাবিলায় সাফল্য যে চিরস্থায়ী হয় না, নিউজিল্যান্ডের মতো অনেক দেশের ক্ষেত্রে তা প্রমাণিত হচ্ছে৷ জার্মানিও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এতকাল করোনা সংকট নিয়ন্ত্রণে রাখতে পেরেছে৷ তবে বেড়ে চলা সংক্রমণের প্রেক্ষাপটে আবার কড়াকড়ি বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন ফেডারেল ও রাজ্য স্তরের শীর্ষ নেতারা৷ বৃহস্পতিবার দীর্ঘ বৈঠকের পর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা এমনই পূর্বাভাষ দিলেন৷ তবে নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করে সব ক্ষেত্রে গোটা দেশজুড়ে একই পদক্ষেপ চালু করতে ব্যর্থ হলেন তাঁরা৷

যেসব বিষয়ে উপস্থিত নেতারা ঐকমত্যে পৌঁছেছেন, তার মধ্যে বিদেশ ফেরত মানুষের করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে৷ গ্রীষ্মকালীন ছুটির সময় পর্যটনের কারণে জার্মানিতে করোনা সংক্রমণবাড়ায় বাধ্যতামূলক পরীক্ষা ছাড়াও কোয়ারেন্টাইনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে৷

দেশে প্রবেশের পর বিচ্ছিন্ন থাকার পাঁচ দিনের মধ্যে করোনা পরীক্ষার নেতিবাচক ফল হলে তবেই প্রকাশ্যে বের হওয়া যাবে৷ জেনেশুনে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে সরকার ভবিষ্যতে কোনো ক্ষতিপূরণ দেবে না৷ এমন সব যাত্রী ১৫ই সেপ্টেম্বর থেকে বিনামূল্যে করোনা পরীক্ষার সুবিধাও নিতে পারবেন না৷ খুঁটিনাটি বিষয়গুলির নিষ্পত্তির পর সম্ভবত ১লা অক্টোবর থেকে নতুন পদক্ষেপগুলি কার্যকর করা হবে৷

গণপরিবহণ, হোটেল-রেস্তোরাঁ ইত্যাদি বদ্ধ জায়গায় নিয়ম মেনে মাস্ক না পরলে কমপক্ষে ৫০ ইউরো জরিমানা চালু করা হচ্ছে৷ পূবের স্যাক্সনি-আনহাল্ট রাজ্য ছাড়া গোটা দেশে এই নিয়ম চালু করা হচ্ছে৷ ফুটবল ম্যাচ ও অন্যান্য বড় অনুষ্ঠানে দর্শক সমাগম বছরের শেষ পর্যন্ত নিষিদ্ধ রাখা হবে৷

আলোচনার শেষে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, গ্রীষ্মকাল জুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে৷ তিনি সংক্রমণ বাড়ার দুইটি প্রধান কারণ তুলে ধরেন৷ বিদেশ ফেরত মানুষ ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক স্তরে অতিথি সমাগমকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন৷

তিনি বদ্ধ জায়গায় সর্বোচ্চ ২৫ জন ও খোলা জায়গায় সর্বোচ্চ ৫০ জনের সমাগমের প্রস্তাব দিলেও সে বিষয়ে ঐকমত্য অর্জন করা সম্ভব হয়নি৷ ম্যার্কেল দেশের মানুষের উদ্দেশ্যে সম্ভব হলে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে না যাবার আবেদন করেন৷ বাভেরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার বলেন, ‘‘করোনা জার্মানিতে ফিরে এসেছে এবং আমাদের সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে৷’’ মাস্ক পরার নিয়ম প্রথমবার লঙ্ঘন করলে তিনি নিজের রাজ্যে ২৫০ ইউরো জরিমানা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন৷

আসন্ন হেমন্ত কালের আগে কড়াকড়ি কার্যকর করে করোনা ভাইরাসের ‘দ্বিতীয় ঢেউ' প্রতিরোধ করতে জার্মানি৷ সেটা সম্ভব না হলে আবার নতুন করে লকডাউনের মতো কড়া পদক্ষেপ নিতে হবে বলে আশঙ্কা বাড়ছে৷

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা