ছবি: সংগৃহীত
জাতীয়

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ 

নিজস্ব প্রতিবেদক: আজ শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমী। এ দিন বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েপূজার বিশেষ পর্ব ‘কুমারী পূজা’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা

রোববার (২২ অক্টোবর) রামকৃষ্ণ মিশনসহ রাজধানীর বিভিন্ন স্থান এবং সারা দেশে পূজামণ্ডপগুলোতে এ পূজা অনুষ্ঠিত হবে।

দুর্গার কুমারী রূপের নাম ‘উমা’। হিন্দু শাস্ত্র মতে, কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগৎ মাতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদনই কুমারী পূজা। এ পূজার মাধ্যমে নারী পবিত্র ও মাতৃভাবাপন্ন হয়ে ওঠে এবং প্রত্যেকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে।

আরও পড়ুন: সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, কুমারী কন্যার পূজা একাধারে সৃষ্টিকর্তার উপাসনা, মানবের বন্দনা এবং পৃথিবীতে নারীর মর্যাদার প্রতিষ্ঠা। এ পূজার অন্তর্নিহিত শিক্ষা হলো নারীর সম্মান, মানুষের সম্মান ও সৃষ্টিকর্তার আরাধনা।

আজ রাজধানীসহ সারা দেশে পূজামণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা-অর্চনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। গতকাল ছিল মহাসপ্তমী। এ দিন দেবীর ভক্তরা দিনভর পূজামণ্ডপগুলোতে আনন্দে মেতে থাকে।

আরও পড়ুন: চলতি সংসদের শেষ অধিবেশন বিকেলে

মহাষ্টমীর পূজা অনুষ্ঠিত হয় সকাল ৬ টা ১০ মিনিটে এবং সকাল ৯ টা থেকে শুরু হয় ‘কুমারী পূজা’। পূজার ৪ দিনের মধ্যে মহাষ্টমীর অঞ্জলি ও কুমারী পূজা সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এ দিন কুমারী রূপে দুর্গার আরাধনা করবেন পুণ্যার্থীরা।

মহাষ্টমী পূজার আনুষ্ঠানিকতা ১৬ টি উপকরণ দিয়ে শুরু হয়। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস-এই ৫ উপকরণে দেওয়া হয় কুমারী পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হয় পুষ্প মালা। এ পূজা শেষে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা।

আরও পড়ুন: জাতি-ধর্ম নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব

উল্লেখ্য, ১৯০১ সালে ধর্মপ্রচারক স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে কুমারী পূজার মাধ্যমে এর প্রচলন করেন। তখন থেকে প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এ পূজা চলে আসছে। এ পূজার আগ পর্যন্ত কুমারীর পরিচয় গোপন রাখা হয়।

পূজার নির্বাচিত কুমারী পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনযাপন আচার-অনুষ্ঠান করতে পারে। শাস্ত্র অনুযায়ী, সাধারণত ১-১৬ বছরের সুলক্ষণা কুমারীকে পূজা করা হয়।

আরও পড়ুন: সম্প্রীতিতে অটুট থাকুক আমাদের বন্ধন

আজ কুমারী পূজা ছাড়াও মহাষ্টমীতে রাজধানীর শাঁখারী বাজার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালী মন্দিরসহ সারা দেশে বিভিন্ন মন্দিরে বেলা ১ থেকে দিনভর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। এছাড়া মন্দির ও মণ্ডপগুলোতেও পূজা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির দলে চারজনের মৃত্যু

লিবিয়ার উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত চা...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা