জাতীয়

নতুন ধরনের করোনায় বন্দরে কড়াকড়ির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য দেশের সব বিমান-জল ও স্থল বন্দরে কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

করোনার প্রভাবরোধে সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিশেষজ্ঞ কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ ডা. আবু জামিল মো. ফয়সাল বলেন, করোনার সংক্রমণ দীর্ঘ সময় ধরে চলছে। আগস্ট-সেপ্টেম্বরে দেশে সংক্রমণ কিছুটা কমলেও এখন আবার বাড়তে শুরু করেছে।

এখন আবার ব্রিটেনে মিউটেশনের পর ভাইরাসটির নতুন স্ট্রেইন পাওয়া গেছে, যার সংক্রমণ ক্ষমতা অনেক বেশি।এই ভাইরাসটি আগের প্রজাতিটির চেয়ে ৭০ গুণ বেশি সংক্রামক। এই ঝুঁকিতে আমরাও আছি। কারণ যুক্তরাজ্য থেকে প্রতিদিনই মানুষ আসছেন। তাদের কারও মাধ্যমে এটি বাংলাদেশেও আসতে পারে।

পাবলিক হেলথ এসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ডা. ফয়সাল বলেন, ব্রিটেনে করোনা ভাইরাসের যে স্ট্রেইন পাওয়া গেছে এটি থেকে রক্ষা পেতে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সরাসরি ফ্লাইট বন্ধ করে দেওয়া উচিত। এছাড়া যুক্তরাজ্য থেকে অন্য দেশ হয়ে আসা ফ্লাইটগুলোও উচিত বন্ধ করা।

দক্ষিণ আফ্রিকাতেও একই ধরনের করোনা ভাইরাসের স্ট্রেইন পাওয়া গেছে। সে দেশ থেকেও লোকজন আসছে। তাই তাদের সঙ্গেও ফ্লাইট বন্ধ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা প্রতিরোধের প্রথম যে খুঁটি সেটি হচ্ছে পয়েন্ট অব এন্ট্রি।

দেশকে রক্ষা করতে হলে স্থল, বিমান ও নৌবন্দরের এন্ট্রি পয়েন্ট খুবই কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এসব জায়গাতে সেনাবাহিনী দিয়ে ম্যানেজ করা উচিত। সিভিলিয়ান যারা দায়িত্বে থাকেন, অনেক সময় বিদেশ থেকে আসা প্রভাবশালীরা তাদের ওপর প্রভাব খাটিয়ে চলে যেতে পারেন, আবার আর্থিক বিষয়ও থাকে।

তাই আমার মতে এসব পয়েন্ট অব এন্ট্রির দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া উচিত। তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর আমাদের কাছে বিভিন্ন বিষয়ে মতামত চায়, আমরাও মতামত দেই। কিন্তু এসব মতামত কেউ শুনে না। এখন স্বাস্থ্যবিষয়ক অনেক সিদ্ধান্তই অন্যখানে হয়। সে জন্য মন্ত্রণালয় ও অধিদফতরে কথা বলে লাভ নেই।

স্বাস্থ্যবিষয়ক অনেক সিদ্ধান্তের জন্য চেয়ে থাকে প্রধানমন্ত্রীর কার্যালয় বা কেবিনেট ডিভিশনের দিকে। আমরা করোনার নতুন সংক্রমণ ঠেকাতে দেশের এন্ট্রি পয়েন্টে কড়াকড়ি আরোপে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, মিউটেশন পরবর্তী করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বা টাইপ একসঙ্গে ৭০ জনকে সংক্রমিত করতে পারবে। এটি খুবই দ্রুত সংক্রমণ ছড়াবে। এখন এটি থেকে রক্ষা পেতে হলে বাংলাদেশের সঙ্গে সেসব দেশের ফ্লাইট বন্ধ করে দিতে হবে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, করোনা ভাইরাসের নতুন মিউটেশন গত সেপ্টেম্বরে হয়েছে। এটি এখন যুক্তরাজ্যসহ ৬-৭টি দেশে পাওয়া গেছে। মিউটেশনকৃত ভাইরাসের স্ট্রেইনটার সংক্রমণ ক্ষমতা বেশি হলেও সিভিয়ারিটি একই থাকবে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এই নতুন স্ট্রেইনটা যেন বাংলাদেশে আসতে না পারে, সেজন্য গত এক সপ্তাহ ধরে এয়ারপোর্টে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নেগেটিভ সনদ ছাড়া কেউ আসলে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এখন থেকে যারা যুক্তরাজ্যসহ সংক্রমিত দেশ থেকে আসবে তাদের কোয়ারেন্টিনে রাখা হবে ৭ দিন। এরপর তাদের পিসিআর টেস্ট করে নেগেটিভ পাওয়া গেলে ছাড়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঘূর্ণিঝড় নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি...

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের 'আক্রমণ ও আগ্রাসনের' নিন্দা জা...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

দুর্ব্যবহারের কারণে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্য...

নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান

বগুড়ায় সন্ত্রাসীদের হামলায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে দাঁড়িয়...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস ম...

আ. লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজ...

লুটপাটের ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা 

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধ...

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক, নিরাপত্তার দাবি জামায়াতের

গাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় ইসরায়েলের ন্যাক্কারজনক ভূমিকার তীব্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা