সান নিউজ ডেস্ক : সোলজার ৭১ - নামের সাথেই একটা পুরুষালী গন্ধ আছে। এটি মূলত পুরুষদের জন্যই একটি ই-কমার্স প্লাটফর্ম।
আরও পড়ুন : শীতে ঠোঁট কেন ফাটে
২০১৬ সালের জানুয়ারি মাসের ১৯ তারিখ বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপির হাত ধরে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
শুধুমাত্র পুরুষদের পণ্য নিয়েই যাত্রার শুরু থেকেই এই প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। যে কারনে সোলজার ৭১ আজ পুরুষদের স্মার্টনেস’র জন্য বাংলাদেশের প্রথম এবং একমাত্র ই-কমার্স প্লাটফর্ম।
প্রসাধনী কী শুধুমাত্র মহিলাদের জন্যই? যে কাউকে প্রশ্ন করা হলে একটাই উত্তর আসবে হ্যাঁ প্রসাধনীতো মহিলাদের জন্য বা প্রসাধনী তো মহিলারাই ব্যবহার করেন।
আরও পড়ুন : শীতে সাইনাসের যন্ত্রণায় করণীয়
কিন্তু প্রসাধনী বহু বহু প্রাচীন আমল থেকেই পুরুষরাও ব্যবহার করে আসছেন - হয়তো মহিলাদের আগে থেকেই!
কী অবাক হচ্ছেন? এর উত্তর ইতিহাসবিদরা দিতে পারবেন - তবে ছোট একটা উদাহরণ দেই - পুরুষরা যে দিন থেকে দাড়ি কাটা বা শেভ করা শুরু করেছেন সেই দিন থেকেই কিন্তু পুরুষদের প্রসাধনীর প্রয়োজন শুরু। কি এখন কিছুটা মনে হচ্ছে প্রসাধনী অনেক আগে থেকেই পুরুষরাও ব্যবহার করে আসছেন।
বর্তমান সময়ে এসে পুরুষদের প্রসাধনীর চাহিদা বা প্রয়োজনীয়তা অনেক বেশি। হয়তো অনেকে জেনে ব্যবহার করছেন অনেকেই আবার না জেনেই প্রসাধনী ব্যবহার করছেন।
আরও পড়ুন : ভাইরাল ‘কাঁঠালের বার্গার’র রেসিপি
কিন্তু পুরুষদের জীবনে প্রসাধনী এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বা দরকারি উপাদান হয়ে উঠেছে। প্রসাধনী উপকরণ ছাড়া পুরুষদের এখন স্মার্ট সমাজে চলা অনেকটাই কষ্টকর। সেটা হোক শহরে কিংবা গ্রামে।
সোলজার ৭১ কাজ করছে পুরুষদের সকল ধরনের প্রসাধনী সামগ্রি নিয়ে - কারন বহু পুরুষ তাদের প্রসাধনীর চাহিদা মেটাচ্ছেন মহিলাদের প্রসাধনী দিয়ে। যা অনেক ক্ষেত্রে পুরুষদের স্কিন বা ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে। কারণ এর আগে শুধুমাত্র পুরুষদের জন্য এমন প্রসাধনীর প্রতিষ্ঠান আর কোথাও ছিল না।
আরও পড়ুন : মানসিক চাপ কমানোর প্রাকৃতিক উপায়
এখন পযন্ত সোলজার ৭১ বাংলাদেশসহ আরও কিছু দেশে প্রায় ১০ লক্ষের অধিক পুরুষকে সুনামের সাথে সেবা দিয়ে আসছে।
সোলজার ৭১ এর সন্মানিত ক্রেতাদের ভেতরে আছেন দেশের অনেক সুনামধন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকতাবৃন্দ, বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিনোদন জগতের তারকা এবং বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ পুরুষগণ। যাদেরকে সোলজার ৭১ তাদের চাহিদা মত প্রসাধনী সামগ্রী দিয়ে সেবা করে আসছে।
আক্ষরিক অর্থেই সোলজার ৭১ এ ছেলেদের পায়ের পাতা থেকে নিয়ে মাথার চুলের সকল ধরনের আন্তর্জাতিক মানের প্রসাধনী পাওয়া যায়।
আরও পড়ুন : শীতে উষ্ণ রাখবে যেসব খাবার
একেক জন পুরুষের ত্বকের ধরন একেক রকম, পাশাপাশি তাদের জীবনযাত্রার মানেও রয়েছে ভিন্নতা। কেউ অনেক লম্বা সময় এসির ভিতরে থাকেন, কেউবা দীর্ঘ সময় বাইরে বা রোঁদে থাকেন - সকল প্রসাধনী কিন্তু সবার ত্বকে একই রকম কাজ করবে না।
একেক জনের ত্বকের ধরন, বয়স, জীবনযাত্রার মান অনুযায়ী যথাযথ পণ্যটিই পাবেন সোলজার ৭১ এ।
সোলজার ৭১ এ আছেন স্কিনের জন্য অভিজ্ঞ পরামর্শক - যাদের পরামর্শ অনুযায়ী সোলজার ৭১ পুরুষদের জন্য পণ্য নির্বাচন করে থাকে।
আরও পড়ুন : শীতে হিটার ব্যবহারের সতর্কতা
সোলজার ৭১ আরও একটি বিশেষ কাজ করে থাকে। যা প্রসাধনী বা ই-কমার্স জগতে প্রথম। আমাদের এখান থেকে যারা পণ্য নিচ্ছেন তাদের সবাই কে সকল পণ্যের ব্যবহার বিধি সঠিক ভাবে প্রতিষ্ঠানটির নিজস্ব কেয়ার লাইন থেকে কথা বলে বুঝিয়ে দেয়া হয়। যেন ব্যক্তি পণ্যটি ব্যবহার করে ১০০% ফলাফল পান এবং সঠিক ভাবে ব্যবহার করতে পারেন।
আমাদের এই লম্বা পথ পরিক্রমায় আমরা দেখেছি অনেকেই তাদের প্রসাধনী ভুল ভাবে ব্যবহার করছেন। দিনের পণ্য রাতে ব্যবহার করছেন বা রাতের পণ্য দিনে ব্যবহার করছেন। ফলে স্কিনের জন্য অনেক বেশি ক্ষতিকর হতে পারে।
আগামিতে পুরুষদের প্রসাধনী পাশাপাশি অন্যান্য সকল পণ্য নিয়েও কাজ করবে সোলজার ৭১ এবং দেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটি কাজ করবে।
আরও পড়ুন : চা ও কফির মধ্যে কোনটি শরীরের জন্য ভালো?
আমাদের এই লম্বা পথ পরিক্রমায় আপনাদের পরামর্শ, উপদেশ আমাদের সেবাকে আর উন্নত করতে সহায়তা করবে। সকলকেই তাই আমাদের পাশে সর্বদা চাই।
সকলের সহযোগিতায় সোলজার ৭১ দেশ ছাড়িয়ে পৃথিবীর বুকে অনেক বড় একটি ব্রান্ড হিসেবে নিজেকে তৈরি করতে পারবে।
ধন্যবাদান্তে
সান নিউজ/এইচএন/জেএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            