ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফের বিদ্যুৎ রফতানির পথে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্যুৎ অবকাঠামোতে টানা কয়েক মাস ধরে রাশিয়ার হামলার পর সেই ক্ষতি কাটিয়ে ফের বিদ্যুৎ রফতানি করতে যাচ্ছে ইউক্রেন।

আরও পড়ুন : সপ্তাহ জুড়ে ৪০ জেলায় থাকবে তাপপ্রবাহ

শনিবার (৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ২০২২ সালের অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে দীর্ঘ এবং ইচ্ছাকৃত আক্রমণ শুরু করে রাশিয়া।

আরও পড়ুন : আমিরাতে টিকটক করে ৫ প্রবাসী গ্রেফতার

ঐ সময় রাশিয়া টানা কয়েক মাস ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। মূলত, ক্রিমিয়া উপ-দ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসেবে গত ৮ অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ করে রাশিয়া।

এর মধ্যে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দর নগরী সেভাস্তোপলের কাছে কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলা ঘটে। এরপর কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া কার্যত ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালায়।

আরও পড়ুন : নোয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

রাশিয়ার এই হামলায় ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও ব্ল্যাক আউটের সৃষ্টি হয়। এতে শীতকালে পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর অন্ধকারে নিমজ্জিত হয়। ফলে ইউক্রেন বিদ্যুৎ রফতানি বন্ধ করতে বাধ্য হয়।

কিন্তু ক্ষতি কাটিয়ে ওঠা ইউক্রেন এখন আবারও তার অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবে।

আরও পড়ুন : ঝালকাঠিতে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রফতানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে ঐ আদেশে স্থানীয় গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেন, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা প্রায় ২ মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে। ইউক্রেনীয়রাও এখন আর বিদ্যুৎ ব্যবহারে কোনও বিধি-নিষেধের মুখোমুখি হচ্ছে না।

আরও পড়ুন : বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ

হালুশচেঙ্কো বলেন, সবচেয়ে কঠিন শীত কেটে গেছে। পরবর্তী ধাপ হলো- বিদ্যুৎ রফতানি শুরু করা। আর এটি আমাদের বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোর প্রয়োজনীয় পুনর্গঠনের জন্য অতিরিক্ত আর্থিক সংস্থান করতে সহায়তা করবে।

তিনি সিস্টেম পুনরুদ্ধার করার জন্য ইঞ্জিনিয়ারসহ আন্তর্জাতিক অংশীদারদের কাজের প্রশংসা করেন।

আরও পড়ুন : তারেক-জোবায়দার মামলার সিদ্ধান্ত বৃহস্পতিবার

এর আগে মার্চ মাসে ইউক্রেনের বাসিন্দারা বিবিসিকে জানান, বিদ্যুৎ সরবরাহ এখন আরও নির্ভরযোগ্য হয়ে উঠছে।

সে সময় ইননা শতানকো নামে ডিনিপ্রোর একজন তরুণী মা বলেন, শহরের চেহারা পরিবর্তিত হয়েছে। অবশেষে রাস্তার লাইগুলো জ্বলতে শুরু করেছে। শহরের রাস্তায় হাঁটা এখন আর ভীতিকর কোনও কাজ নয়।

আরও পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

এদিকে ইউক্রেনের বিদ্যুৎ নেটওয়ার্কের অপারেটর ইউক্রেনারগো সতর্ক করেছে, ইউক্রেন রাশিয়ার আক্রমণ বন্ধ করার ওপর নির্ভর করতে পারে না।

সংস্থাটি জানায়, যুদ্ধের সময় রাশিয়া এখন পর্যন্ত তার বিদ্যুৎ অবকাঠামোগুলোতে ১২০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। এই ধরনের হামলাকে একটি ইউরোপীয় দেশের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার সবচেয়ে বড় প্রচেষ্টা।

আরও পড়ুন : ঈদের আগে ও পরে ফিলিং স্টেশন খোলা

অবশ্য ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ। ২০২২ সালের সামরিক অভিযান শুরুর কয়েক মাস পরই রাশিয়া এই বিদ্যুৎকেন্দ্রটি দখলে নেয়। সেটি এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: এশিয়াটিক এক্সপে...

আন্তর্জাতিক ঘটনার প্রভাব বাজারে পড়বে

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বল...

নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে...

আফগানিস্তানে বন্যায় ৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভারী বর্ষণের জেরে আকস্মিক ব...

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান...

রাজধানীর বঙ্গবাজারে চলছে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবা...

শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।...

পশ্চিমবঙ্গে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের সাত জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা