আন্তর্জাতিক

সিএএ’র বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্টে ইউএনএইচআরসি, ভারতের না

সান নিউজ ডেস্ক:

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে নিয়ে তোলপাড় ভারত। রাজ্য থেকে রাজ্যে ছড়িয়ে পড়ছে সহিংসতা-দাঙ্গা। ঝড়ছে মানুষের প্রাণ, আগুনে শেষ হয়ে যাচ্ছে ঘর-বাড়ি। শুধু ভারতের সাধারণ মানুষ থেকে শুভবদ্ধি সম্পন্ন মানুেষদেরকেই নয়, সিএএ এবং এনআরসি ভাবিয়ে তুলেছে দায়িত্বশীল বিশ্ব সম্প্রদায়কে। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় বিভাজনের নীতিতে দুই ভাগ করে ফেলা হচ্ছে ভারতকে।

এই অবস্থায় ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে লড়তে দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠন ইউএনএইচআরসি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাখেলেটের কার্যালয় জেনেভায় অবস্থিত ভারতীয় স্থায়ী মিশনকে সোমবার সন্ধ্যায় এই আবেদনের বিষয়ে অবহিত করেছেন। মঙ্গলবার এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার নিশ্চিত করে জানান, জেনেভায় ভারতের স্থায়ীন মিশনকে সোমবার রাতে এই খবর জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার শাখার প্রধান মিশেল বাচেলেট৷

তবে জাতিসংঘকে সরাসরি না বলে দিয়েছে মোদি সরকার। এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য, সিএএ দেশের অভ্যন্তরীণ বিষয়৷ কোনও বিদেশি সংগঠন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না৷

এদিকে জাতিসংঘের মানবাধিকার শাখার প্রধান মিশেল বাচেলেট দিল্লিতে হিংসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। গত সপ্তাহে বাখেলেট সিএএ ও দিল্লির সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। সহিংসতা ঠেকাতে পদক্ষেপ নিতে ভারতীয় নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে পার্লামেন্টে আইনটি পাস হওয়ার পর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আইনটিকে চরিত্রগতভাবে মৌলিক বৈষম্যমূলক বলে আখ্যায়িত করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল।

রাভিশ কুমার বলেন বলেন, আমরা স্পষ্ট যে সিএএ সাংবিধানিকভাবে বৈধ এবং সংবিধানের সব মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সিএএ ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত কোনও ইস্যুতে বিদেশি কোনও পক্ষের হস্তক্ষেপের অধিকার নেই।

ভারত সরকারের দাবি, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুর জনগোষ্ঠীর সুরক্ষার জন্য আইনটি প্রণয়ন করা হয়েছে। তবে জাতিসংঘ সংস্থার দাবি, আইনটিতে একই ধরণের সুরক্ষা ব্যবস্থা মুসলমানদের ক্ষেত্রে রাখা হয়নি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবি আদায়ের লক্ষে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবি এবং শিক্ষক আন্দোলনে পুল...

এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক নিতে চায় বাংলাদেশ কংগ্রেস

দলীয় প্রতীক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’র দাবি করে...

গাজায় যুদ্ধবিরতি, শান্তির বার্তা ট্রাম্পের

প্রায় দুই বছর ধরে চলা গাজায় যুদ্ধ শেষ হয়েছে বলে মন...

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় পিকআপে থাকা প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও...

রিজভী-মির্জা আব্বাসসহ নাশকতা মামলায় অব্যাহতি পেলেন ১৬৭ জন

রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা মামলায় আদালত দায়মুক্তি দিয়েছে বিএন...

স্বাধীনতার কোনো মূল্য হয় না; এটা অমূল্য

ইসরায়েলের কারাগারে বন্দিজীবন থেকে মুক্তি পাওয়া ফ...

জুলাই সনদ হস্তান্তরের দিন আজ, অপেক্ষায় রাজনৈতিক অঙ্গন

জাতীয় ঐকমত্য গড়তে দীর্ঘ সময় ধরে আলোচনা শেষে আজ (মঙ্গলবার) জুলাই জাতীয় সনদের চ...

সচিবালয়ের পথে শিক্ষকরা, কর্মবিরতি গড়াল দ্বিতীয় দিনে

২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে বেসরকারি এ...

জাতীয় নির্বাচন হবে জনগণের ক্ষমতায়নের প্রাতিষ্ঠানিক রূপ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন হবে ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়...

হতাশ হয়ে এনসিপি নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলার প্রধান সমন্বয়ক মো. ফিরোজ আলমগীর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা