স্বাস্থ্য

শীতের সঙ্গে বাড়ছে শিশুর ঠান্ডাজনিত রোগ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে প্রচুর শিশু রোগী। চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা।

চমেক হাসপাতাল শিশু ওয়ার্ড এর তথ্যানুযায়ী, গত ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ৪১৪ জন শিশু ভর্তি হয়েছে হাসপাতালে। এদের মধ্যে ১ ডিসেম্বর ১১১ জন, ২ ডিসেম্বর ৯০ জন, ৩ ডিসেম্বর ৪৭ জন, ৪ ডিসেম্বর ১১৬ জন, ৫ ডিসেম্বর ১১০ জন, ৬ ডিসেম্বর ৮২ জন, ৭ ডিসেম্বর ৪৫ জন, ৮ ডিসেম্বর ১৩৫ জন, ৯ ডিসেম্বর ৮২ জন, ১০ ডিসেম্বর ৩৬ জন, ১১ ডিসেম্বর ১১২ জন, ১২ ডিসেম্বর ৮৯ জন, ১৩ ডিসেম্বর ৮৬ জন, ১৪ ডিসেম্বর ৪৭ জন, ১৫ ডিসেম্বর ১৩৬ জন, ১৬ ডিসেম্বর ৯০ জন শিশু ভর্তি হয়েছে। ভর্তি হওয়া বেশিরভাগই আক্রান্ত ঠান্ডাজনিত রোগে।

শুধু চমেক হাসপাতাল নয়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতালসহ সব বেসরকারি হাসপাতালেও বেড়েছে শিশু রোগীর সংখ্যা। চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স জানান, ঠান্ডা মৌসুম আসার আগে শিশু রোগীর এমন ভিড় ছিল না। বর্তমানে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। প্রতিটি বেডে ৩ জন করে রোগী রাখা হয়েছে। তাছাড়া জায়গা সংকুলান না হওয়ায় অনেক রোগীকে মেঝেতেও রাখার ব্যবস্থা করা হয়েছে।

স্বাভাবিক সময়ে হাসপাতালে গড়ে ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি হলেও প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা বলছেন, শিশুদের ঠান্ডাজনিত সমস্যা এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া উচিৎ। বিশেষ করে এই সময় বাচ্চাদের প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সহযোগী অধ্যাপক ডা. নাছির উদ্দিন মাহমুদ জানান, শীতে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। শিশুদের সঠিকভাবে যত্ন নিলে এবং পুষ্টিকর খাবার দিলে সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে ভাল হয়ে উঠে। তবে কারও কারও ক্ষেত্রে এটি জটিলও আকার ধারন করতে পারে।

তিনি আরও বলেন, যদি কোনও শিশু খেতে না পারে, বুকের ভেতর শব্দ হলে কিংবা শিশু নিস্তেজ হয়ে যায় এবং খিঁচুনি হয় তাহলে বুঝতে হবে শিশুটি মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত। এ ক্ষেত্রে শিশুকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যেতে হবে। কাশির মাত্রা বেশি হলেও চিকিৎসকের কাছে যেতে হবে। তবে সব সর্দি-কাশি নিউমোনিয়ার লক্ষণ নয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

নোয়াখালীর চাটখিলে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

মুন্সীগঞ্জে সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট...

আসন্ন নির্বাচনে টানা ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা ব...

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তি, মাদ্রাসার অধ্যক্ষকে অপসারণের দাবি

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তিকারি ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ...

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রামের উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবস...

মাটিরাঙায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

খাগড়াছড়ির মাটিরাঙায় তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফির...

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু বা...

বন্ধ রয়েছে মাদারীপুরের গ্যাস সিলিন্ডার বিক্রি ও সরবরাহ

আজ বৃহস্পতিবার মাদারীপুর শহরের অধিকাংশ এলাকায় এলপি গ্যাসের সংকট দেখা গেছে। এত...

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা মানিকপুরে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে রাতের আঁধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা