ফের নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ!
সারাদেশ

ফের নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ!

রহমত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি: মিয়ানমারে রাখাইন রাজ্যে ফের অত্যাচারিত হয়ে বাংলাদেশে আসতে শুরু করেছে রোহিঙ্গারা। চলতি মাসের প্রথম সপ্তাহে কক্সবাজার শরণার্থী শিবিরে এসে আশ্রয় নেওয়া কয়েকটি পরিবারের সন্ধান মিলেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ

তাদের দাবি, এবার মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি মগদের সশস্ত্রবাহিনী আরাকান আর্মি (এএ) সেখানকার এই মুসলিম সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছে। বিভিন্ন জনপদে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের বাড়িঘর ছেড়ে মংডুতে তৈরী ক্যাম্পে নেওয়ার জন্য গত মাস থেকেই রোহিঙ্গা পুরুষদের হত্যা এবং নারীদের পাশবিক নির্যাতন শুরু করেছে তারা।

স্বামী হত্যা প্রত্যক্ষ করে আসা নারীসহ এমন একাধিক রোহিঙ্গার সাথে কথা বলেছে এই প্রতিনিধি। তাদের ভাষ্য, শাহপরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টায় বর্তমানে নাফ নদীর ওপারের ধংখালীর চরে কমপক্ষে আটশ রোহিঙ্গা পরিবার লুকিয়ে আছে। যারা সুযোগ বুঝে এপারে অনুপ্রবেশে অপেক্ষা রয়েছে।

আরও পড়ুন: ২৪ দেশের সেনা কর্মকর্তারা কক্সবাজারে

নাম প্রকাশে অনিচ্ছুক এক ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসান কর্মকর্তা জানান, ‘দুই-একটি নতুন পরিবার মিয়ানমার থেকে এসে ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের অবস্থান পরিস্কার নতুন করে কোন রোহিঙ্গা আশ্রয় দেওয়া হবেনা।’

এ বিষয়ে টেকনাফ ব্যাটেলিয়নের (২-বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,‘রোহিঙ্গা অনুপ্রবেশ রোধসহ সীমান্তে সুরক্ষিত রাখতে বিজিবির তৎপর রয়েছে।’

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

সরেজমিনে দেখা যায়, সর্বশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে কক্সবাজারের কুতুপাং ক্যাম্পে আশ্রয় নেন সাত জনের একটি রোহিঙ্গা দল। তারা সবাই রাখাইনের বুথেডং গ্রামের বাসিন্দা।

এ দলের দিলদার বেগম জানান, ‘মিয়ানমার সেনাবাহিনী এবং মগরা নতুন করে আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তারা আমাদের এখান থেকে মংডু চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। এর প্রতিবাদ করায় আমার স্বামী শহীদুল্লাহকে ধরে নিয়ে মেরে ফেলে। আমার মতো অনেকের ঘরবাড়িতে এভাবে হামলা চালাচ্ছে। ফলে প্রাণে ভয়ে ৩ মাসে সন্তান নিয়ে ১১ দিনের মাথায় টেকনাফে পৌছি। পরে সেখান থেকে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়।’

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

একই ক্যাম্পে আশ্রয় নেওয়া আবুল ওয়াফা বলেন, ‘মগ ও সেনারা নতুন করে জুলুম নির্যাতন করছে। সেজন্য আমরা পালিয়ে আসছি। তারা লড়াইয়ের কথা বলে আমাদেরকে গ্রাম থেকে তাড়াচ্ছে। যার ফলে সীমান্তের ধংখালীর চরে ৮-৯’শ রোহিঙ্গা অবস্থান করছে। তারাও এপারে আসার চেষ্টা করছে। বর্মা সরকারের একটি পরিকল্পনা কথা শুনেছি, মংডু টাউনশিপে ক্যাম্প করে সকল রোহিঙ্গাদের সেখানে রাখতে চায়।

কর্মকর্তারা জানিয়েছেন, রাখাইনে মাসখানেক ধরে নতুন করে সংঘর্ষ চলছে। এ সংঘর্ষের প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এ কারণে মিয়ানমার সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে প্রবেশ করছেন রোহিঙ্গারা। তারই অংশ হিসেবে অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছেন তারা।

আরও পড়ুন: প্রকাশ্যে কেউ ধূমপান করে না

জানতে চাইলে শরণার্থী শিবির এলাকায় সক্রিয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, নতুন আসা রোহিঙ্গাদের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

এদিকে সোমবার ৪৬তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজানে নিহত ৪৯

শেখ হাসিনা বলেন, মিয়ানমারের নাগরিকদের দীর্ঘদিনের অবস্থানের কারণে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তাসহ সব ধরনের ঝুঁকি তৈরি করেছে। তাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশ অনিরাপদ হয়ে ওঠবে।
তিনি বলেন, আমরা শান্তি ও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। শান্তিরক্ষা আমাদের সাংবিধানিক অঙ্গীকার। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। মিয়ানমারকে অনুরোধ করছি রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা