ছবি : সংগৃহীত
সারাদেশ

নাসিকে দোস্ত-দুশমন খেলা

সাননিউজ ডেস্ক: ‘মেয়র হিসেবে নারায়ণগঞ্জ শহরের উন্নয়ন বা ব্যক্তি আইভীর জনপ্রিয়তার চেয়েও বড় ফ্যাক্টর হয়ে উঠেছে আইভীর ওসমান পরিবারবিরোধী মনোভাব। নানা সময়ে প্রভাবশালী শামীম ওসমানের বিরুদ্ধে সাহসী ভূমিকার কারণে সাধারণ ভোটারদের অনেকের সমর্থন আইভীর প্রতি।’ নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ ভোটার ও বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে এমনটাই বোঝা গেলো। নারায়ণগঞ্জবাসী দুই মেয়াদে নারায়ণগঞ্জের সিটি মেয়র হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে বেছে নিয়েছেন। তৃতীয় নির্বাচনে তার মূল প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার। যিনি সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় বিএনপি থেকে অব্যাহতি পেয়েছেন।

তবে নারায়ণগঞ্জ ভোটের খেলাটা এখন ‘দোস্ত-দুশমন খেলায়’ রূপ নিয়েছে। আইভী দলীয় কারণে ‘প্রকাশ্যে দোস্ত’। তবে শামীম-আইভীর ‘ব্যক্তিগত সম্পর্ক’ বলছে দুশমন। অন্যদিকে তৈমূর আলম খন্দকার দলীয় কারণে ‘চিরদুশমন’। কেননা, শামীম বরাবরই চরম বিএনপিবিরোধী; তবে নারায়ণগঞ্জের রাজনীতির পুরো মাঠ দখলে নিতে গোপনে ‘আইভীর দুশমন’।

ভোটের আগে সব জায়গায় আলোচনা, কে হচ্ছেন নারায়ণগঞ্জের এবারের মেয়র। সবাই স্বীকার করছেন, ভোটের মাঠে এবার অনেকগুলো সমীকরণ কাজ করছে। তবে সবকিছু ছাপিয়ে সেই শামীম ওসমান ও আইভীর দ্বন্দ্ব। স্থানীয় সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলে সিটি নির্বাচনের গতিপ্রকৃতির হিসাবটা অন্যরকম। রাজধানীর পার্শ্ববর্তী বন্দর শহর নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলী পরিবার ও আলী আহম্মদ চুনকা পরিবারের বিরোধ অনেক পুরনো। খান সাহেব ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানের দাদা। আর চুনকা হলেন আইভীর বাবা। ১৯৭২ সালে আওয়ামী লীগের কাউন্সিল ও ১৯৭৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব সামনে আসে। এরপর থেকে দুই পরিবারের সদস্যরা বিরোধে জড়িয়ে আছেন। এটি আরও তীব্র হয়েছে শামীম ও আইভীর মধ্যে।

২০১১ সালের প্রথম নির্বাচনে আইভী ও শামীম দুইজনই নামেন জনপ্রিয়তার লড়াইয়ে। আইভী এক লাখের বেশি ভোটে জিতে যাওয়ার পর শামীম ওসমান দৃশ্যত রাজনীতিতে পিছিয়ে পড়েছেন। নারায়ণগঞ্জের প্রভাবশালী এই দুই পরিবার আওয়ামী ঘরানার হওয়ায় স্থানীয় আওয়ামী লীগও দুইভাগে বিভক্ত। এখানে রাজনীতির খেলাটাও যেন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, অন্য কোনো দলকে খুব একটা সুবিধা পেতে দেখা যায়নি কখনও। এর বাইরে শামীম ওসমানের বড় দুই ভাইয়ের জন্য নারায়ণগঞ্জ জেলায় জাতীয় পার্টির প্রভাবও কিছুটা দেখা যায়।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, বছরের পর বছর প্রভাব বিস্তারের কারণে সাধারণদের মাঝে ওসমান পরিবারবিরোধী মনোভাব তৈরি হয়েছে। এ কারণে ভোট দেওয়ার সুযোগ পেলে ওসমান পরিবারের বিপরীত প্রার্থীকে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। ২০১১ সালের সিটি নির্বাচনে যার শুরুটা হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পেহেলগাম হামলার প্রতিশোধ নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিলেন মোদী

কিছুদিন আগে কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় বহু সৈন্য প্রাণ হার...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা