সারাদেশ
বন বিভাগ কর্তৃক 

আদিবাসীদের জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বন বিভাগ কর্তৃক আদিবাসীদের জুমের ফসল কেটে ফেলার প্রতিবাদে ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে বাগাছাস নালিতাবাড়ী থানা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

নালিতাবাড়ী উপজেলার ওয়ার্ল্ড ভিশনের পুরাতন সাব সেন্টারে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নালিতাবাড়ী থানা শাখার সভাপতি সোহেল রেমার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক বাঁধন চাম্বুগং এর সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ আগস্ট শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার অন্তর্গত বালিজুরি খ্রিষ্টান পাড়ায় বন বিভাগ কর্তৃক পাঁচটি গারো আদিবাসী পরিবারের জুমের ফসল ও বাগান কেটে ফেলা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে এবং যথাযথ ক্ষতিপূরণের দাবিতে পূর্ব ঘোষিত ২৬ আগস্ট একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বাগাছাস নালিতাবাড়ী থানা শাখা।

কিন্তু জেলা প্রশাসকের আশ্বাসে বাগাছাস, নালিতাবাড়ী থানা শাখা তাদের ডাকা আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত করে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের চার দফা দাবি উত্থাপন করেন।

উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নালিতাবাড়ী শাখার সভাপতি সোহেল রেমার আহবানে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ লিখিত বক্তব্য পেশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী শাখার সহসভাপতি রাসেল নেংমিনজা,শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সঞ্জিতা চিছাম,শ্রীবরদী শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ম্রং, ঝিনাইগাতী শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শান্ত চিরান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে বসবাস করে আসা গারো আদিবাসীদের উপর এই বর্বর হামলা নতুন কিছু নয়। অনেক বছর ধরেই ভূমি সংক্রান্ত সমস্যায় জর্জরিত এই এলাকায় বসবাস করা গারো আদিবাসী সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠী।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আদিবাসীরা বন তৈরি করে, আর সেই বন কেটে ফেলে একদল ভূমি ও বন দস্যুরা। গত ১২ আগস্টের ঘটনা এরই একটি জলজ্যান্ত প্রমাণ। এই প্রসঙ্গে বাগাছাস, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অলিক মৃ বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই ছাত্র নেতা আরো বলেন, শুধু শেরপুরে নয় বন বিভাগ সারা বাংলায় আদিবাসী অধ্যুষিত এলাকায় বন ধ্বংস সহ আদিবাসীদের ফসল কেটে দিচ্ছে।

কিন্তু এর প্রতিকার না হওয়ায় আদিবাসীরা উচ্ছেদ আতঙ্কে রয়েছেন। তাই তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণসহ এই পাশবিক কাজে যুক্ত বন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অপসারণ করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় এই সমস্যার আশু সমাধান না হলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) কঠোর অসহযোগ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দরা ঘটনার সুস্থ তদন্ত ও বিচারের দাবি জানান। প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) উক্ত ঘটনার প্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে।

দাবি সমূহ :

১. ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

২. এই বর্বর কাজে যুক্ত রেঞ্জ কর্মকর্তাসহ সকলকে অপসারণ সহ যথাযথ ব্যবস্থা নিতে হবে।

৩. বিভিন্ন প্রকল্প সহ পর্যটন কেন্দ্র এবং সামাজিক বনায়নের নামে আদিবাসীদের উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

৪. সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠন করতে হবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (৩ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়।...

ফেনীতে তালিকাভুক্ত ছিনতাইকারী বাদশা গ্রেফতার

ফেনীতে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এক ছিনতাইকারী চক্রের প্রধানকে গ্রেফতার...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

বগুড়ায় সাংবাদিক নজরুলের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় উদ্বেগ

মহান মে দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাতে বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিক নজরুল...

সবজির বাজার উর্ধ্বমুখী, মাছের দাম ও লাগাম ছাড়া

রমজান ও ঈদ পরবর্তী সময়েও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে স্থিতিশীলতা ফেরেনি।...

"সাংবাদিকদের মত-পথ ভিন্ন হতে পারে, পেশার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে": কামাল উদ্দিন সবুজ

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবু...

নীলফামারীতে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

নীলফামারীতে জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে মাসব্যাপী এ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু হ...

ফেনীতে স্কুলছাত্রীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দুই য...

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডর’ ইস্যুতে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা