নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ফিক্সড বয়লার ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দমকল দিয়ে পানি ছিটিয়ে চারটি ইটভাটার কোটি টাকার ওপরে কাচা ইট বিনষ্ট করেছে তারা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ।
গুড়িয়ে দেয়া তিনটি অবৈধ ইটভাটা হলো ওই এলাকার মেসার্স ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিতা ব্রিকস এবং অপরটির নাম হোপ ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পরিবেশ আইন অনুযায়ী হাওয়া মেশিনের (ঝিকঝাক) সাহায্যে উন্নতমানের কয়লায় ইট পোড়াতে হবে। এমন নির্দেশনা থাকা সত্যেও এক শ্রেণির ব্যবসায়িরা ড্রাম চিমনী ব্যবহার করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে আসছে।
এদের একাধিকবার নোটিশ দিয়ে সাবধান করা সত্যেও আইনের তোয়াক্কা করছে না তারা। আর তাই পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ বলেন, ‘অবৈধ ইটভাটার কারণে ভাটার আশপাশের ফসলি জমি ও গাছপালা নষ্ট হচ্ছে। এমনকি কাঁচা কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে বন উজার হচ্ছে। ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।
তিনি বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে চারটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দমকল দিয়ে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত প্রায় কোটি টাকা মূল্যের ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে।
বরিশাল র্যাব-৮ এবং এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, পরিদর্শক তোতা মিয়া, সহকারী কেমিষ্ট মোনতাছির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সান নিউজ/কেআর/এনকে