সারাদেশ

বরিশালে পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দিয়েছে চারটি অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ফিক্সড বয়লার ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দমকল দিয়ে পানি ছিটিয়ে চারটি ইটভাটার কোটি টাকার ওপরে কাচা ইট বিনষ্ট করেছে তারা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ।

গুড়িয়ে দেয়া তিনটি অবৈধ ইটভাটা হলো ওই এলাকার মেসার্স ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিতা ব্রিকস এবং অপরটির নাম হোপ ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পরিবেশ আইন অনুযায়ী হাওয়া মেশিনের (ঝিকঝাক) সাহায্যে উন্নতমানের কয়লায় ইট পোড়াতে হবে। এমন নির্দেশনা থাকা সত্যেও এক শ্রেণির ব্যবসায়িরা ড্রাম চিমনী ব্যবহার করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে আসছে।

এদের একাধিকবার নোটিশ দিয়ে সাবধান করা সত্যেও আইনের তোয়াক্কা করছে না তারা। আর তাই পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ বলেন, ‘অবৈধ ইটভাটার কারণে ভাটার আশপাশের ফসলি জমি ও গাছপালা নষ্ট হচ্ছে। এমনকি কাঁচা কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে বন উজার হচ্ছে। ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।

তিনি বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে চারটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দমকল দিয়ে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত প্রায় কোটি টাকা মূল্যের ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ এবং এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, পরিদর্শক তোতা মিয়া, সহকারী কেমিষ্ট মোনতাছির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার্থীদের রাজাকার বলিনি

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্...

মোহিতলাল মজুমদার’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

বিটিভি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দ...

ইসরায়েলের নৃশংস হামলা, নিহত ৩০ 

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩০...

পুলিশকে দুর্বল করতেই হামলা

নিজস্ব প্রতিবেদক : পুলিশকে দুর্বল করতেই পরিকল্পিতভাবে হামলা-...

পর্যটকশূন্য রাঙামাটি

জেলা প্রতিনিধি: কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জেরে দেশে সৃষ্ট...

হামলা থেকে বাঁচতে কারাগারে গাজাবাসী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাদের টানা কয়েকদিনের বোমার হা...

চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার আ...

আজ ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ ৪ জেলায়...

ইসরাফিল আলম’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা