সারাদেশ

বরিশালে পরিবেশ অধিদপ্তর গুড়িয়ে দিয়েছে চারটি অবৈধ ইটভাটা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চারটি অবৈধ ফিক্সড বয়লার ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় দমকল দিয়ে পানি ছিটিয়ে চারটি ইটভাটার কোটি টাকার ওপরে কাচা ইট বিনষ্ট করেছে তারা।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ।

গুড়িয়ে দেয়া তিনটি অবৈধ ইটভাটা হলো ওই এলাকার মেসার্স ফাইন ব্রিকস, রাজ ব্রিকস, নিতা ব্রিকস এবং অপরটির নাম হোপ ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পরিবেশ আইন অনুযায়ী হাওয়া মেশিনের (ঝিকঝাক) সাহায্যে উন্নতমানের কয়লায় ইট পোড়াতে হবে। এমন নির্দেশনা থাকা সত্যেও এক শ্রেণির ব্যবসায়িরা ড্রাম চিমনী ব্যবহার করে কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে আসছে।

এদের একাধিকবার নোটিশ দিয়ে সাবধান করা সত্যেও আইনের তোয়াক্কা করছে না তারা। আর তাই পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলায় মোবাইল কোর্ট অভিযান শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে বাবুগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ বলেন, ‘অবৈধ ইটভাটার কারণে ভাটার আশপাশের ফসলি জমি ও গাছপালা নষ্ট হচ্ছে। এমনকি কাঁচা কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে বন উজার হচ্ছে। ফলে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে।

তিনি বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে শুরু হওয়া অভিযানের প্রথম দিনে চারটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় দমকল দিয়ে পোড়ানোর জন্য প্রস্তুতকৃত প্রায় কোটি টাকা মূল্যের ইট পানি দিয়ে বিনষ্ট করা হয়েছে।

বরিশাল র‌্যাব-৮ এবং এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানকালে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, পরিদর্শক তোতা মিয়া, সহকারী কেমিষ্ট মোনতাছির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য সভা 

ভোলা প্রতিনিধি: প্রজনন স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির লক্ষ্য ভোল...

মানুষই আমাদের ভোটের শক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি, সম্প্র...

দুই দশক পর জুটি বাঁধছেন আমির-অজয়

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খান দু’জ...

অটোরিকশা ও সিএনজির দখলে ভালুকা মহাসড়ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : অবৈধ অটোরিকশা আর সিএনজি দখলে...

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কাটাখালী খাল সংস্কারের দাবি 

মাহবুব চৌধুরী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের মধ্যে...

আমুর গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল 

ঝালকাঠি প্রতিনিধি: ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের...

সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক 

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার আ...

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাওলা...

ফের মহাসড়কে শ্রমিকরা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার মাল...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সবচেয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা