রাজনীতি

‘খালেদার প্যারোল বৃদ্ধির আবেদন পরিবার থেকেই করতে হবে’

মাহমুদুল আলম: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বিচারিক আদালতে কারাদণ্ডপ্রাপ্ত হন। দণ্ড ঘোষণার পর ওইদিনই তাকে কারাগারে নেয়া হয়। সেদিন থেকে হিসাব করে তিন বছর অতিক্রম হচ্ছে রোববার (৭ ফেব্রুয়ারি)। এরপর দেশে করোনা প্রাদুর্ভাবের শুরুতে গত বছরের ২৫ মার্চ থেকে শর্তসাপেক্ষে মুক্তি নিয়ে বাসায় আছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে জানতে চাইলে সাবেক স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার সান নিউজকে বলেন, 'উনাকে (খালেদা জিয়া) তো আবার সারেন্ডার করতে হবে, তবে, মানে- আইন হিসাবে। যে সময়ের জন্য উনি প্যারোলে আছেন, সেটি শেষ হবার আগেই যদি প্যারোলে আরও চান উনারা, তাহলে যিনি দরখাস্ত করে প্যারোলটা মঞ্জুর করিয়েছেন, এটা উনার ফ্যামিলির হয়ে করিয়েছেন। পার্টিগতভাবে আমরা করিনি। উনার ফ্যামিলিকে বলা হয়েছে যে এক্সটেনশন করার জন্য দরখাস্ত দাও।'

বলা হয়েছে নাকি এক্সটেনশন চাইলে আবেদন করতে হবে? এই প্রশ্নের জবাবে জমিরউদ্দিন সরকার বলেন, 'হ্যাঁ, হ্যাঁ, যদি এক্সটেনশন চায়, তবে আগের আবেদনকারীকে আবার আবেদন করতে হবে। পার্টি করলে হবে না।'

আগে যিনি দরখাস্ত করেছেন তাকেই আবেদন করতে হবে বলার পরিপ্রেক্ষিতে আরেক প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ আইনজীবী জমিরউদ্দিন সরকার বলেন, 'তিনি (খালেদা জিয়া) আবেদন করলে তো কথাই নেই।'

বর্তমানে খালেদা জিয়া কেমন আছেন?- এই প্রশ্নের জবাবে বিএনপির এই নেকতা বলেন, 'শরীর বোঝেন না? বয়স হয়ে গেছে। তারপর ছেলে মারা গেছে। এতদিন ধরে হসপিটালে থাকলেন। জেলে থাকলেন। ধকল তো আর কম যায়নি।'

কাজেই আমি আশা করছি, ওই ফ্যামিলি থেকে যিনি আগে আবেদন করেছিলেন, তিনি আবেদন করলে এক্সটেনশন হবে- বলেন জমিরউদ্দিন।

তিনি বলেন, এই করোনার দিনে জেলে যাওয়া খুব অমানবিক হয়ে যাবে না? এটা এক্সটেনশন হওয়া দরকার। করোনা ইজ অ্যা স্পেশাল গ্রাউন্ড।

যেই মামলায় দণ্ড হয়ে গেছে, সেই মামলার আপিল পেন্ডিং আছে। ওই মামলাতেই প্যারোলে আছেন খালেদা জিয়া।

প্যারোলে থাকার সময় গণনা সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ডিপেন্ড করে সরকারের ওপরে। কী কন্ডিশনে দিয়েছেন, আমি তো চিঠিটা পাই নাই। প্যারোলে থাকাকালে দণ্ড ভোগের সময়গণনা বন্ধ আছে, নাকি দণ্ড ভোগরত হিসেবে গণনা হবে, তা নির্ভর করবে সরকার কোন কন্ডিশনের ওপর প্যারোল দিয়েছে, তার ওপর।

প্রসঙ্গত, প্রথমবারে নেয়া মুক্তির মেয়াদ শেষ হলে বর্তমানে তিনি দ্বিতীয় মেয়াদে নেয়া মুক্তিতে আছেন।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দলটির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল সান নিউজ কে বলেন, 'বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট আইনের মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্তে জামিনে আছেন। প্যারোলে নয়।'

তিনি বলেন, খালেদা জিয়ার এই মামলায় আমরা আপিল করেছি। আপিল শুনানির জন্য অপেক্ষমাণ আছে। যখন শুনানির জন্য আসবে, তখন আমরা এটি আইনিভাবে তা মোকাবিলা করবো। তাকে অন্যায়ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে বন্দী রাখা হয়েছে। আমরা আশা করছি, তিনি আদালতে খালাস পাবেন।

আরেক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তার ডাক্তাররা ভালো বলতে পারবেন। তবে তিনি তার আইনগত ও সাংবিধানিক অধিকার বঞ্চিত হচ্ছেন। তিনি সুচিকিৎসা পাচ্ছেন না।

খালেদা জিয়া যেহেতু দণ্ডপ্রাপ্ত আসামি। একজন দণ্ডপ্রাপ্ত হিসেবে কী কী সুযোগ-সুবিধা পাবেন বা পাবেন না- এই সব বিষয়ে বিভিন্ন সময় সরকারের দায়িত্বশীলরা কথা বলেছেন। এটি মনে করিয়ে দিলে কায়সার কামাল বলেন, আইনের কোথাও বলা নেই যে দণ্ডপ্রাপ্ত আসামি হলে বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। দণ্ডপ্রাপ্ত আসামি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উদাহরণ দেশে-বিদেশে বহু আছে। শুধু খালেদা জিয়াই পাচ্ছেন না।

সান নিউজ/এমএ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পৃথক ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: চাঁদপুরের পুরান বাজার কৃষি ব্যাংক থেকে রাশেদ...

বাংলাদেশ সফর করায় কাতারের আমিরকে কমিউনিটির শুভেচ্ছা

আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি : কাতারের মাননীয় আমির শেখ তা...

চাকরি ছাড়লেন চার এএসপি

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএস পু...

এমপি আনার হত্যায় ৩ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে নিহত...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (২২ মে) বেশ কিছু খে...

মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: মানহানির মতো মন...

বাংলাদেশিদের নিরাপত্তা নি‌শ্চিতের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: কিরগিস্তানের উপ-শিক্ষামন্ত্রী রাসুল আভাজবে...

হজ্জ পালনে পৌঁছেছেন প্রায় ৩৬,৯৮৯ জন 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৩৬...

শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন লঙ্ঘন...

সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ

জেলা প্রতিনিধি: কক্সবাজারে কলাতলী পয়েন্ট থেকে অজ্ঞাত এক তরুণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা