বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রামের বাসিন্দা সুমন মুন্সীর বসতঘরের মাচা থেকে দুটি হরিণের চামড়া জব্দ করেছে বন বিভাগ।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে চামড়া দুটি জব্দ করা হয়। তবে তখন কাউকে আটক করতে পারেননি বনরক্ষীরা।
আরও পড়ুন: একসাথে ২২৬ কি.মি হাঁটলেন বাবা-ছেলে
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া জব্দ করা হয়েছে। বসতঘরের মাচার ওপরে হরিণের চামড়া ২টি ভাঁজ করা অবস্থায় ছিল। চামড়া ২টি মাঝারি আকারের এবং শুকনো।
তিনি আরও জানান, অভিযানের সময় সুমনকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাননিউজ/জেএস