ছবি: সংগৃহীত
অপরাধ

রাজধানীতে মদ্যপানে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ‘থিংকিং ক্র্যাফট’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে মদ্যপানে মাহফুজা খাতুন (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে খামারির মৃত্যু

এ ঘটনায় শনিবার (১৭ জুন) তরুণীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করলে প্রতিষ্ঠানটির মালিক সাফওয়ান বিন মোয়াজ্জেম ও দুজন নারী সহকর্মীসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

মৃত মাহফুজা খাতুন লালমাটিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স কলেজে টেক্সটাইল বিভাগে তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি ঐ প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন। লালমাটিয়াতেই একটি ছাত্রী হোস্টেলে থাকতেন ঐ শিক্ষার্থী।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় কাউকে ছাড় নয়

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তরুণী যে প্রতিষ্ঠানটিতে চাকরি করতেন, গত বৃহস্পতিবার (১৫ জুন) সেটির বর্ষপূর্তি অনুষ্ঠান ছিল। এ উপলক্ষ্যে রাতে অফিস পার্টি ছিল। সেখানে বিভিন্ন খাবারের পাশাপাশি মদও ছিল।

তার সহকর্মীরা জানিয়েছেন পার্টিতে ঐ তরুণী মদ্যপান করেছিলেন।

আরও পড়ুন : উত্তর প্রদেশে তাপদাহে ৩৪ প্রাণহানি

পার্টি শেষে শুক্রবার (১৬ জুন) ভোরে হোস্টেলে ফেরার কিছু সময় পরেই অসুস্থ হয়ে পড়েন ঐ তরুণী। সহকর্মীরা বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেও অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আজাদ জানান, খবর পেয়ে শুক্রবার রাতেই মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে মৃত্যু হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছিল কি না, সে ব্যাপারে জানতে মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

তিনি বলেন, এ ঘটনায় তরুণীর বাবা একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি তুরাজ, সাফয়ান বিন মোয়াজ্জেম, মো. রানা, ঐশী, অমি চক্রবর্তী, তানজিলা জান্নাত ও তানজু নামে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মচারীদের আসামি করেছেন।

পরে পুলিশ ঐ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মদ ও বিয়ারের বোতল উদ্ধার করে এবং আসামিদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির আরও ৩ জন মালিক পলাতক রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

ভোলা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ভোলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ভ...

সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইটের আনুষ্...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

মালদ্বীপ থেকে সেনা সরাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করে নিয...

অবৈধ ফার্মেসি-ক্যান্টিন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি হাসপাতালের ভেতরে অবৈধভাবে তৈরি করা...

গরম কমলে আন্দোলনে নামব

নিজস্ব প্রতিবেদক : গরম কমলে আমরা আরো বড় আকারে আন্দোলনে নামব।...

সড়কে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা