জাতীয়

ব্যাটারিচালিত যান চলাচলে নীতিমালার দাবিতে সমাবেশে

নিজস্ব প্রতিবেদক: ব্যাটারিচালিত যান চলাচল নীতিমালার দাবিতে ফের সমাবেশের ঘোষণা দিয়েছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ে স্মারকলিপিও দেবে সংগঠনটি। চার দফা দাবিতে বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।

শনিবার (২৫ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদ আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। এসময় আরও চারটি কর্মসূচিও ঘোষণা করা হয়।

এগুলো হলো-

১. ব্যাটারিচালিত যানবাহন চলাচল নীতিমালায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে অন্তর্ভূক্ত করা ও লাইসেন্স দেয়াসহ চার দফা দাবিতে আগামী ১-১৫ অক্টোবর সারা দেশে প্রচারপক্ষ পালন করা। ১১ অক্টোবর সারাদেশে ডিসি অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং প্রত্যেক জেলায় বিআরটিএকে স্মারকলিপি দেয়া।

২. ১৫-৩০ অক্টোবর চার দফা দাবিতে বিভাগীয় শহরে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালক-গ্যারেজ মালিক মেকানিক শ্রমিক সমাবেশ করা।

৩. ১-২০ নভেম্বর বিভাগীয় শহরসহ জেলায় জেলায় স্থানীয় রাজনৈতিক, ট্রেড ইউনিয়ন, পরিবহন শ্রমিক নেতা, প্রকৌশলী, সাংবাদিক, মেকানিক, চালক-মালিক-যাত্রী প্রতিনিধিদের নিয়ে ‘ব্যাটারি চালিত যানবাহন উচ্ছেদ নয়, সাধারণ যাত্রী ও শ্রমিকদের স্বার্থে আধুনিকায়ন চাই’ শীর্ষক গোল টেবিল বৈঠক করা।

৪. ২০-৩০ নভেম্বর প্রত্যেক জেলা ও অঞ্চলে চার দফা দাবিতে সমাবেশ, মানববন্ধন ও মিছিল করা।


চালক সংগ্রাম পরিষদের চার দফা দাবির মধ্যে রয়েছে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ না করা; আধুনিকায়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেয়া; প্রতিটি সড়ক-মহাসড়কে রিকশা, ইজিবাইকসহ স্বল্প গতির এবং জনগণের জন্য সীমিত গতির যানবাহন চলাচলের স্বার্থে আলাদা লেন ও সার্ভিস রোড তৈরি করা।

সমাবেশে উপস্থিত ছিলেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল কাফী রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সহসভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে। এছাড়া সমাবেশে প্রায় ৩০০ রিকশা চালক উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

পর্যটকবাহী গাড়ি নদীতে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে...

গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডের নুসেইরাত শরণার্থী শিবিরে হা...

বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার বা...

স্যার যদুনাথ সরকার’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা