শিক্ষা

বেরোবি হল প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের পদত্যাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি করবো না

শনিবার (৯ এপ্রিল) রাত ৯টায় হলের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা নূরুজ্জামান খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রীরা হলে ফিরে যান।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন থেকেই হলে প্রায় সময়ই বিদ্যুৎ থাকে না, এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সমস্যা হয়। এছাড়া হলের ডাইনিংয়ের খাবারের মান খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়েই রান্না করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় প্রায় সময়ই বাইরে খাবার খেতে হয়। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধিতে ভর্তুকি দেওয়া, ইন্টারনেট সংযোগ, হলের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিকারসহ বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে দীর্ঘদিন থেকে হল প্রভোস্ট তানিয়া তোফাজের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান করেননি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

তারা আরও বলেন, ‘প্রতিদিনের মতো শনিবারও সন্ধ্যায় সমস্যা সমাধানের জন্য প্রভোস্টকে ফোন করলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এজন্য প্রভোস্ট তানিয়া তোফাজের পদত্যাগসহ ১২ দফা দাবি পূরণে আমরা বিক্ষোভে নামি।’

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘হলের কোনো সমস্যাতেই প্রভোস্টের সহযোগিতা পাওয়া যায় না। তিনি প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি কোনো বিষয়ে হলের কর্মকর্তা ও কর্মচারীদের বললে তারাও কোনো অভিযোগ আমলে নেন না বরং খারাপ ব্যবহার করেন।’

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

এদিকে, প্রভোস্ট তানিয়া তোফাজের বক্তব্য জানতে চাইলে তিনি ছাত্রীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বলেন, তারা হলে ইলেক্ট্রিক হিটার ব্যবহার করায় ঘনঘন বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়। তাদের সাবধান করা সত্ত্বেও তারা বিষয়টি কানে তোলেনি। তবে তাদের সব সমস্যা দ্রুতই সমাধান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, হলের ছাত্রীরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ স্থগিত করে হলে ফিরে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

হিটস্ট্রোকে একদিনেই ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রা...

আইনি সেবায় মানবিকতাকেও স্থান দেয়া উচিত

নিজস্ব প্রতিবেদক: আইনি সেবা প্রদানকালে পুঁথিগত আইন প্রয়োগের...

ভূঞাপুরে বৃষ্টির জন্য নামাজ আদায় 

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: প্রচণ্ড তাপদাহে জনজীবন অতিষ্ট। নেই...

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন কাল

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ড সফর শেষে আগামীকাল ব্যাংকক থেকে...

ডিপিএস এসটিএস স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ শিক্ষাবর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা