রাজনীতি

বিএনপি’র বিক্ষোভে ছাত্রলীগের হামলা, আহত ১০ 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর ও গজারিয়া উপজেলায় বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার (২৬ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে ও গজারিয়ার সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে শ্রীনগর উপজেলা বিএনপি বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এ সময় ছাত্রলীগ মিছিল করে ওই এলাকায় এসে মিছিলে হামলা করে মারধর করে। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুনসহ বেশ কয়েকজনকে বেদম মারধর করে ছাত্রলীগের নেতা কর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপির দাবি, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ জন নেতা কর্মীকে মারধর করে। তবে ছাত্রলীগ দাবি করে, বিএনপির লোকজন তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টোগোল সৃষ্টি করে।

বেলা ১১ টার দিকে সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ফিরিয়ে দেয়। এ সময় তাদেরকে শ্রীনগরে প্রবেশে বাঁধা দেয় বলে বিএনপির নেতারা আরও অভিযোগ করেন।

অপর দিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপি নেতা কর্মীদের নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা বিএনপি।

সকাল ১০ টার দিকে, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তবে সোনালী মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানের কারণে সেখানে বিক্ষোভ মিছিল না করতে পেরে, রসুলপুর ফেরিঘাট এলাকায় থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গজারিয়া উপজেলার প্রধান সড়ক ধরে রসুলপুর খেয়াঘাট থেকে শুরু হয়। গজারিয়া সরকারি কলেজ হয়ে পুনরায় রসুলপুর খেয়াঘাট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সদস্য সচিব আব্দুর রহমান শফিক, যুগ্ন আহবায়ক মকবুল আহমদ রতন, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, গজারিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরি তপন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহদী ইসলাম বাবু, গজারিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজিব আহমেদ প্রমুখ।

শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, আমি সহ আরও ২০ জন আহত হয়েছে এর মধ্যে ১০/১২ জন শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ।

শ্রীনগর থানার (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অপরদিকে, গজারিয়া থানার (ওসি) রইস উদ্দিন আহমেদ বলেন, হামলা বা পুলিশের বাঁধার খবর আমার কাছে জানা নেই। তবে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে এটা জানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানম...

আবেদনময়ী লুকে নুসরাত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকামী মান...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা