সারাদেশ

প্রধানমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে জমি দখল!

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয় পরিষদ চেয়ারম্যান আইযুব আলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে খাস জমি দখল ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পানির দামে কাঁচা মরিচ!

শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের চৌধুরী হাট বাজারে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন। মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহফুজুল হক চৌধুরী, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হেঞ্জু, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

আরও পড়ুন: বিএনপির সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের নাম ভাঙ্গিয়ে ৭নং মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী যোগসাজশে ভুয়া ভূমিহীন সাজিয়ে মুছাপুর ক্লোজারের পর্যটন এলাকার ৬০০ একর খাস জমি দখল এবং ছোট ফেনী নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। এরই মধ্যে অবৈধ ভূমি বাণিজ্য করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। পুরো কোম্পানীগঞ্জ উপজেলা জুড়ে গড়ে তুলে অবৈধ বালু বিক্রির সিন্ডিকেট। তার দাপটের কাছে স্থানীয় এবং জেলা প্রশাসন রহস্যজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

নজরুল ইসলাম চৌধুরী শাহীন বলেন, শতাধিক গণমাধ্যমে মুছাপুর ক্লোজারের পর্যটন এলাকার ৬০০ একর খাস জমি দখলের খবর প্রকাশিত হলে, স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা অবৈধ দখলদারদের উচ্ছেদে মুছাপুর ক্লোজারের পর্যটন এলাকার দখল হওয়া ভূমি উদ্ধারে অভিযান চালায়। কিন্তু সেখানে ইউপি চেয়ারম্যান আলীর জলদস্যু বাহির সদস্য জাহাঙ্গীর মেম্বার ও তার ভাই জালাল ইন্ধনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভূমি কর্মকর্তা লাল মিয়াকে মারধর করে তারা। কিন্তু এ ঘটনায় স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: ওআইসি মহাসচিবের ঢাকা সফর স্থগিত

তিনি অভিযোগ করে আরও বলেন, বারংবার পার পেয়ে এই ভূমিদস্যু, বালু খেকো সিন্ডিকেট দুটি ড্রেজার মেশিন বসিয়ে তাদের কার্যক্রম আরও দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে বীরদর্পে। এভাবে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হবে বাংলা বাজার টু মুছাপুর ক্লোজার সড়ক, কয়েক হাজার কৃষি জমি এবং শতাধিক বসত বাড়ি, জীববৈচিত্র্য হুমকিতে পড়বে, বালু উত্তোলনের ফলে মৎস্যসম্পদও কমে যাচ্ছে। কারণ মাসের আবাস ও প্রজননস্থল ধ্বংস হচ্ছে। বালু উত্তোলনে নদীর কাঠামোও নষ্ট হচ্ছে। যেখানে বালু তোলা হচ্ছে, তার ভাটিতে চর পড়তে পারে।। এক সময় এই উপকূল এলাকায় মারাত্মকভাবে পরিবেশের বিপর্যয় ঘটবে।

বালু উত্তোলন প্রসঙ্গে শাহীন অভিযোগ করে বলেন, উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে সিরাজীস সালেকীন রিমন উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় চেয়ারম্যান আইয়ুব আলীর যোগসাজশে ৬০০ একর খাস জমি দখন ও অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করলে সেখানে হট্রগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপরও খাস জমি দখল ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেনি। এভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ে নাম ভাঙ্গিয়ে সে পুরো উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েক করেছে। অনিয়মকে নিয়মে পরিণত করেছে।

আরও পড়ুন: খুব সযত্ন সহকারে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছুদিন আগে মুছাপুর ইউনিয়নের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ করা হয়। ওই নিয়োগে প্রধানমন্ত্রী কার্যালয়ের খরচ আছে উল্লেখ করে ছয় লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করে আইয়ুব আলী। সে পূর্ব মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানা দোকানঘর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে ভয়ভীতি দেখিয়ে নিজে মাসিক ঘর ভাড়া আদায় করছে। সে চাকরি দেওয়া ও আমেরিকা নেওয়ার প্রলোভন দেখিয়েও অনেকর থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। এসব অভিযোগে এনে অনেকে ইতিমধ্যে ফেইসবুকে লাইভ করেছে। মুছাপুর ইউনিয়নের সাবেক মেম্বার হেদায়েত উল্যাহ মানিকের থেকে আমেরিকা নেওয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নেয়। ইতিপূর্বে চেয়ারম্যান আইয়ুব আলী তার বাহিনী দিয়েছে মুছাপুর ৭নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের জমি থেকে ১০ লক্ষ টাকার তরমুজ ছিনিয়ে নেয়।

এ সময় উপস্থিত এলাকাবাসীর বরাত দিয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষন করেন। একই সঙ্গে ভুয়া ভূমিহীন সাজিয়ে ৬০০ একর খাস জমি দখল করে বিক্রি এবং অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তিনি খাস জমি দখল ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নিজস্ব প্রতিবেদক: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

হরিপুরে একদিনে ২ শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: এসএসসি পরীক্...

ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ৩টি নবনি...

লক্ষ্মীপুরে প্রচারণায় ব্যস্ত চশমার প্রার্থী 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

জাতিসংঘের সিনিয়র কর্মকর্তার গাইবান্ধা পরিদর্শন 

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশে পি...

স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জে...

হরিপুরে আগুনে আহত ১, গরু-ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে...

সম্পর্ক সুদৃঢ় নিয়ে আলোচনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা