বিনোদন

পরীকাণ্ডে মান্নার বক্তব্য ভাইরাল

বিনোদন রিপোর্ট : মাদকসহ আটক ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমনি নানা মামলায় ফেঁসে গেছেন। বর্তমানে ৪ দিনের রিমান্ডে তিনি। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার সদস্যপদ স্থগিত করেছে। একাধিক শিল্পী ইঙ্গিতে বা সরাসরি দুষছেন পরীকে। আর বেশিরভাগ সহকর্মীদের মধ্যে নেমেছে আশ্চর্য নীরবতা! সব মিলিয়ে জীবনের চরম দুঃসময়ে আছেন এই চিত্রনায়িকা।

ঠিক এমন সময়ে ভাইরাল হয়েছে প্রয়াত নায়ক মান্নার একটি বক্তব্য। জীবদ্দশায় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। অপি করিমের সঞ্চালনায় ‌‘আমার আমি’ নামের সে আয়োজনে তিনি কথা বলেছেন ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে।

সেখানে তিনি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বেশ কিছু কথা বলেছেন। মান্না বলেছিলেন, ‘পৃথিবীর কোনো জগৎ যদি থাকে, চলচ্চিত্র জগৎ; এর মতো স্বার্থপর কোনো জগৎ আর নেই। এখানে আমরা সবাই বাণিজ্যিক। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, চাওয়া-পাওয়া সব মেকি। সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে, আমরা সবাই এক পরিবার; না, মিথ্যে। সবাই আলাদা।’

বন্ধু প্রসঙ্গে মান্না আরও বলেন, ‘আমার একটাই বন্ধু আছে, সে হচ্ছে আমার ফাইট ডিরেক্টর মোসলেম ভাই। তিনি আমার পরিবারের সদস্য। যিনি আমার সুখের সময়ও পাশে ছিলেন, দুঃখের সময়ও পাশে ছিলেন।’

ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম সফল নায়ক মান্না। তার আসল নাম আসলাম তালুকদার। ২৪ বছরের ক্যারিয়ারে তিনি তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন। উপহার দিয়েছিলেন ‘দাঙ্গা’, ‘কাসেম মালার প্রেম’, ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বীর সৈনিক’, ‘কাবুলিওয়ালা’র মতো সফল সিনেমা। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন মান্না। তবে এখনো দর্শকরা তাকে নিয়মিত স্মরণ করেন, তার অভিনীত সিনেমাগুলো নিয়ে চর্চা করেন।

এদিকে গতকাল (৭ আগস্ট) সংবাদ সম্মেলন করে পরীর শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করা হয়। এরপর নেতাদের বিভিন্ন নেতিবাচক বক্তব্যেও পরীর প্রতি তাদের বিদ্বেষ উঠে আসে। অঞ্জনা বলেন, ‘আমাদের সবারই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরীমনি কেন, আমাদের পৃথিবীতে যে অস্থিরতা চলছে, সেখানে সন্ধ্যার পর একটি মেয়ের একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। পরীমনি আমাদের মহিলা সদস্য। সে তো জানে, সে তো বাচ্চা না। সে সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে।’

সংবাদ সম্মেলন শেষে জায়েদ খান পরামর্শ দিয়ে সাংবাদিকদের বলেন, ‘আপনি যদি আপনার পাশে কাউকে না পান, তাহলে বুঝতে হবে এটা আপনার ব্যর্থতা। তার মানে আপনি কর্মজীবনে ভালো বন্ধু বানাতে পারেননি। কারও প্রতি আপনার ভালোবাসা ছিলো না। চলচ্চিত্রে বন্ধু হয় না- এটা ভুল কথা। সিনেমাতেই আপনার বন্ধু, ভাই তৈরি করতে হবে।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ভোলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ভ...

সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইটের আনুষ্...

মে মাসে ৮ দিনেই বজ্রপাতে ৪৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসের গত ৮ দিনে সারা দেশে বজ্রপাতে...

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় পাইলিংয়ের কাজের সময় বিদ্য...

ওজন কমাতে ওটস

লাইফস্টাইল ডেস্ক: ওটস নির্ভয়ে কাঁ...

স্ত্রীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলার সদ...

কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার হালিমা জান্নাত মালিহা (২৪) ন...

সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা