বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও লোকসভার সাংসদ নুসরাত জাহানকে তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, সোমবার আইনজীবীর মাধ্যমে নুসরাতকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নিখিল।
তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না নিখিল। যা বলার পরে বলবেন। নুসরাতও এ ব্যাপারে এখনও কিছু বলেননি।
গত কয়েক মাস ধরে টালিউডে গুঞ্জন চলছে, সংসার ভাঙছে নিখিল-নুসরাতের। অভিনেতা যশ দাশগুপ্তর জন্য নাকি তাদের সংসারে বাজছে ভাঙনের সুর। এছাড়া আলাদাও থাকছেন নুসরাত-নিখিল।
তবে যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানে আজমির শরিফে ছুটি কাটাতে যাওয়া- কোনো কিছু নিয়েই মুখ খোলেননি নিখিল। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও নুসরাত-বিরোধী কোনো পোস্ট দেখা যায়নি।
বরং ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের দিনে আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু কদিন না যেতেই পাঠালেন তালাকের নোটিশ।
২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুম শহরে পাম অ্যাভিনিউয়ের ইডেন ইম্পেরিয়ালে কলকাতার সফল ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে অভিনেত্রী নুসরাত জাহান।
সান নিউজ/এসএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.