নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতিতে দেশের মানুষ যাতে খাদ্য সঙ্কটে না পরে সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় শুরু হওয়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বল্পকালীন সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এ সময় ত্রাণের জন্য যারা সবার সামনে আসতে পারবেন না তাদের জন্য ৩৩৩ এ কল দিলে খাবার পৌঁছে দেয়া হবে।
স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনাভাইরাস সারা বিশ্বের মানুষকে বন্দি করে ফেলেছে। এ অবস্থায় আমার কাছে দেশের মানুষের কল্যাণটাই সব থেকে বড়। সে কারণে উৎসবটা সেভাবে করিনি।'
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হয়। সূত্র আরো জানায়, এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন এমপিদেরই শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হয়। আর সংসদে প্রবেশের সময় এমপিদের তাপমাত্রাও পরিমাপ করা হয়।
এছাড়া, এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হয়ে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন কভার করার জন্য অনুরোধ করা হয়েছিল।
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার অধিবেশনে বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ১৮ এপ্রিলের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা ছিল। করোনাভাইরাসের এই মহাদুর্যোগেও তাই সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.