আন্তর্জাতিক

দু্ইদিনেই দেশের সবার করোনা পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে চলছে দ্বিতীয় দফায় সংক্রমণ। অনেক দেশ লকডাউন হচ্ছে। ইউরোপের দেশ স্লোভাকিয়ায় একদিনে মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের করোনা পরীক্ষা করা হয়েছে। কঠোর লকডাউন এড়ানোর লক্ষ্যে দুই দিনে দেশের সবার করোনা পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছে দেশটির সরকার। শনিবার ছিল প্রথম দিন। প্রথমবারের মতো কোনো দেশ এমন কর্মসূচি নিয়েছে। ফলে, স্লোভাকিয়ার মতো জনসংখ্যা রয়েছে এমন দেশগুলো তাকিয়ে রয়েছে দেশটির দিকে। লক্ষ্য একটাই, এটা করে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকানো ছাড়াও দেশের স্বাস্থ্য ব্যবস্থা আর অর্থনীতিতে এর ভয়াবহ প্রকোপের লাগাম টেনে কিছুটা হলেও নিরাপদ থাকা।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী রোববার স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী জারোসলাভ বলেন, স্থানীয় সময় শনিবার একদিনে ২৫ লাখ ৮০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ৮৫০ জন অর্থা প্রায় ১ শতাংশ আক্রান্ত হয়েছেন। তাদেরকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ছাড়া সেনাবাহিনী, পুলিশ, সরকারি কর্মী ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ৪০ হাজারের বেশি মানুষ দেশজুড়ে ৫ হাজার স্থানে এই করোনা পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে। পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে ও স্বেচ্ছায়। সরকার বলছে, যারা অংশ নেবে না তাদের লকডাউন করা হবে। অফিস যেতেও নিষেধাজ্ঞা দেয়া হবে।

তবে জনগণের ওপর এ রকম চাপ প্রয়োগের জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইগোর মাতোভিচ। তবে এও বলেছেন যে, এটা করাটাও জরুরি। ইউরোপীয় ইউনিয়নভূক্ত স্লোভাকিয়ার জনসংখ্যা ৫৫ লাখ। দশ বছরের কম বয়সী ছাড়া যতটা সম্ভব এই দুই দিনে সবার করোনা পরীক্ষার লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। আগামী সপ্তাহের ছুটির দিনে দ্বিতীয় দফায় একদিনে বাকি মানুষের করোনা পরীক্ষার পরিকল্পনা করছে দেশটির সরকার। রোববার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৯৪৬ জন; মৃত্যু ২১৯। তবে শনিবার দেশব্যাপী গণহারে অ্যান্টিজেন পরীক্ষায় শনাক্ত কোভিড-১৯ রোগীদের এই তালিকায় রাখা হয়নি।

সান নিউজ পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা