নিজস্ব প্রতিনিধি, খুলনা : আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কর্মচারি (স্টেনোগ্রাফার) ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রী পলি আহমেদকে কারাগারে প্রেরণ করেছে মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফরিদ আহমেদ ও তার স্ত্রী পলি আহমেদ খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো: শহিদুল ইসলাম জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন ।
মামলায় দুদকের পিপি অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান ও আইনজীবী সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন। দুদক সুত্রে জানা যায়, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের স্টেনোগ্রাফার ফরিদ আহমেদ মোল্লা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের বদলি, প্রমোশন ও নিয়োগ বাণিজ্যে জড়িত।
অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান জানান, ২০২০ সালের ৯ ডিসেম্বর ফরিদ আহমেদ মোল্লা ও তার স্ত্রীর নামে আয়বহির্ভূত ৩৩ লাখ ৩৫ হাজার ২০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের সহকারি পরিচালক ফয়সাল গাজী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় এতদিন তারা দু জনেই উচ্চ আদালতের জামিনে ছিলেন।
সান নিউজ/কেএ/এনকে