শিক্ষা

ঢাবি’র শিক্ষার্থী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী মেঘলা চৌধুরী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে ইলমার ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিন।

হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে বিকালে ইলমার লাশ গ্রহণ করেন তার বাবা সাইফুল ইসলাম চৌধুরী। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে পরে বিকেলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে রওনা হন স্বজনরা।

মৃত ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বিকেলে ঢাবিতে তার প্রথম জানাজা শেষে ধামরাই উপজেলার পাঠানটোলা গ্রামে বাড়িতে ইলমার দাফন করা হবে।

এর আগে বনানী থানার উপ-পরিদর্শক এসআই গুলশান আরা বানু, মেঘলা চৌধুরী ইলমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মৃত ইলমার শরীরের বিভিন্ন স্থানে কালচে জখমের ছোপ ছোপ দাগ রয়েছে। তার হাতে পায়ে গাঢ়ে লম্বালম্বি ও থুতনিতে কালচে জখম ছিল।

প্রসঙ্গত, ১৪ ডিসেম্বর বিকেল রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা চৌধুরী। ইলমাকে প্রথমে গুলশান ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে স্বামী, শশুড় ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন। ঢাকার ধামরাই পাঠান টোলা গ্রামের পরিবহন ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ও শিল্পী চৌধুরীর মেয়ে ‌এলমা চৌধুরী মেঘলা। ৪ বোনের মধ্যে সে ছিল বড়।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী মেঘলা চৌধুরী ইলমার লাশ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মেয়েটিকে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে ছিল এই বিক্ষোভ সমাবেশ। কর্মসূচিতে ইলমার অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত ও স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এর দ্রুত বিচার কার্যকরের দাবি জানিয়েছেন বক্তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা