রাজনীতি

টিকা নিয়ে কোনো কেলেঙ্কারি মেনে নেবো না : জাপা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো কেলেংকারি মেনে নেয়া হবে না। করোনা ভ্যাকসিন নিয়ে কেউ ব্যবসা করবে আমরা তা চাই না।

তিনি বলেন, ভ্যাকসিন বেসরকারি খাতে গেলেই মুনাফালোভীদের দৌরাত্ম্য বেড়ে যাবে। তাই কোনো মতেই করোনা ভ্যাকসিন বেসরকারি খাতে দেয়া যাবে না। করোনা টেস্ট বেসরকারি খাতে দেয়ার ফলে যে কেলেংকারি হয়েছে, তাতে বিশ্বের কাছে আমাদের মাথা হেট হয়ে গেছে।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় যুব সংহতির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক সাবেক সংসদ সদস্য হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের নেতৃত্বে মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জাতীয় যুব সংহতির পরিকল্পনা সভায় জাতীয় পার্টির মহাসচিব প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, বিশ্বের প্রতিটি দেশ সরকারি ব্যবস্থাপনায় জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন সরবরাহ করছে। একদিকে আমাদের গরিব দেশ, তারপর করোনার কারণে বেকারত্ব বেড়ে গেছে। তাই সরকারিভাবেই প্রতিটি মানুষের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। করোনা ভ্যাকসিন দেয়া নিয়ে রোডম্যাপ ও স্বচ্ছ পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা নেই। সাধারণ মানুষের পক্ষে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব নয়। তাই প্রতিটি হাসাপাতালে করোনাসহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানাই।

এসময় জাতীয় পার্টির মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে শুধু চাঁদাবাজির কারণে। আগে ছাত্রদল ও যুবদল চাঁদাবাজি করতো এখন চাঁদাবাজি করছে ছাত্রলীগ-যুবলীগ। ফুটপাতে হকাররা ব্যবসা করতে পারছে না, বাজারে মাছ বেচতেও চাঁদা দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দলবাজ ও টেন্ডারবাজমুক্ত পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাত শক্তিশালী করতে যুব সংহতি নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তিনি।

এসময় বৈশ্বিক মহামারি করোনা থেকে মুক্তি, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির রোগমুক্তি ও হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন জাতীয় যুব সংহতির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় যুব সংহতি যুগ্ম আহ্বায়ক-তারেক এ আদেল, হেলাল উদ্দিন, মিজানুর রহমান, ফজলুল হক ফজলু, সাইফুল ইসলাম, আফজাল হোসেন হারুন, শেখ মো. সরোয়ার হোসেন, দ্বীন ইসলাম, রাজা হোসেন রাজা, মুশফিকুর রহমান, আলতাফুর রহমান আলতাফ, ওয়াসিউর রহমান দোলন প্রমুখ।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 

ভোলা প্রতিনিধি: তীব্র তাপদাহ থেকে...

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব ম্যালেরিয়া দিবস আজ

সান নিউজ ডেস্ক: আজ বিশ্ব ম্যালেরি...

টঙ্গীবাড়ি ভাতিজারা পিটিয়ে মারলো চাচাকে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গরমে ত্বক ব্রণমুক্ত রাখতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক: গরমকাল এলেই ব্র...

মাকে গলা কেটে হত্যা করল ছেলে

জেলা প্রতিনিধি: বিয়ে না দেওয়ায় চা...

পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে চাওয়াই নদীতে গোসল করতে নেমে আলমি আক্...

চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাই...

শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না 

নিজস্ব প্রতিবেদক: পাইপলাইনের কাজে...

ভারতীয় ৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা