ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বিশ্বের বিনোদনভিত্তিক অন্যতম বড় কোম্পানি ওয়াল্ট ডিজনি। লোকসান এড়াতে তাই চলতি সপ্তাহে ১ লাখ কর্মীর বেতন বন্ধ করেছে তারা।
ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়াল্ট ডিজনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় থিম পার্ক এবং হোটেল পরিচালনা করে থাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে পার্ক ও বিভিন্ন পণ্যের মাধ্যমে ডিজনির অপারেটিং আয়ের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী লকডাউনের কারণে সব প্রতিষ্ঠানই এখন বন্ধ রয়েছে।
ফলে লোকসান গুনতে হচ্ছে কোটি কোটি ডলার। এমন অবস্থায় প্রায় অর্ধেক কর্মীর বেতন বন্ধ করলে এক মাসে ৫০ কোটি ডলার সাশ্রয় হবে প্রতিষ্ঠানের।
কোম্পানিটির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিনা বেতনে ছুটিতে থাকা কর্মীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা সরবরাহ করা হবে এবং তার মার্কিন কর্মীদের সরকারের ২ ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্যাকেজের থেকে সুবিধার জন্য আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।
লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে হু হু করে বেড়েছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। গত চার সপ্তাহে দেশটিতে ২ কোটি ৩০ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছে। অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালুর দাবিতে রাস্তায়ও নেমেছে অনেক মানুষ।
লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ বিষয়ক ও বিনোদন খাতের কোম্পানিগুলো।এয়ারলাইনসগুলো সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য লড়ছে।
তবে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস এর মধ্যেও হয়েছে ব্যবসা সফল। চালু হওয়ার প্রথম পাঁচ মাসেই ৫ কোটিরও বেশি গ্রাহক এটিতে সাবস্ক্রাইব করেছে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.