আন্তর্জাতিক

ইরানী বিজ্ঞানীকে ১ টনের গান দিয়ে হত্যা করেছে মোসাদ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে ১ টন ওজনের স্বয়ংক্রিয় গান দিয়ে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জিউস ক্রনিক্যাল।

লন্ডন ভিত্তিক ইহুদিদের এই সাপ্তাহিক মুখপত্রটিকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দুকটি ইসরায়েল থেকে টুকরা টুকরা করে গোপনে ইরানে নিয়ে আসা হয়েছে। এতে কাজ করেছে ইসরায়েল এবং ইরানের নাগরিকত্বধারী মোসাদের ২০ এজেন্ট।

বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন প্রকাশ হওয়ার এ নিয়ে মন্তব্য জানতে চাইলে সরকারের মুখপাত্র বলেছেন, ‘আমরা কখনোই এ ধরনের বিষয় নিয়ে মন্তব্য করিনি। আমরা আমাদের অবস্থানের কোন পরিবর্তন করিনি।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ হত্যাকাণ্ডের পর এ ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছিলেন। যে অস্ত্রটি দিয়ে হামলা করা হয়েছে সেটি ইসরায়েলের তৈরি বলে দাবি করেছিলেন তিনি। যদিও এ বিষয়ে তখন কোন মন্তব্য করেনি ইসরায়েল সরকার।

গত ২৭ নভেম্বর তেহরানের কাছে দামাভান্দ এলাকার আবজার্দে এক হামলায় নিহত হন ফাখরিজাদেহ। শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটি স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগান দিয়ে তাকে হত্যা করা হয়েছিল বলে দাবি করে আসছিল ইরান। এছাড়াও এর পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতাও দাবি করা হচ্ছিল।

সম্প্রতি জিউস নিউজে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জন এজেন্টের মোসাদের ওই দলটি অন্তত ৮ মাস ফাখরিজাদেহর উপর নজরদারি রাখার পর হামলা চালিয়েছে। হামলার সময় ২০ জন দেহরক্ষী সঙ্গে থাকলেও তারা কৌশলে তাকে হত্যা করেন।

বিশ্বের সবচেয়ে পুরনো ইহুদিদের এ পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় ফাখরিজাদেহর স্ত্রীও সঙ্গে ছিলেন। তবে তাকে এবং দেহরক্ষীদের কোন আঘাত করা হয়নি। বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় অন্তত ১৩টি বুলেট ছোড়া হয়। অবশ্য এ প্রতিবেদনের সত্যতা নিজের নিশ্চিত করেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৫৯ বছর বয়সী এই পরমাণু বিজ্ঞানীর নেতৃত্বেই ইরান গোপনে পারমানবিক কর্মসূচি চালিয়ে আসছিল বলে সন্দেহ পশ্চিমা দেশগুলোর। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ইরানের এই রহস্যজনক নেতা ২০০৩ সালে স্থগিত হওয়া পারমাণবিক বোমা কর্মসূচি পুনরায় চালুর চেষ্টা করে আসছিলেন। যদিও এমন দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছিল ইরান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

ওএমএস বিতরণে গাফলতি হলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সা...

পটল কেন উপকারী?

লাইফস্টাইল ডেস্ক: পটল আমাদের দেশের পরিচিত একটি সবজি, যা খেতে...

মিডিয়া ট্রায়াল বন্ধে ব্যবস্থা নেয়া হবে

জেলা প্রতিনিধি: বিচারের আগে মিডিয...

হোয়াটসঅ্যাপে আসছে পরিবর্তন

টেকলাইফ ডেস্ক: জনপ্রিয় যোগাযোগ মা...

মঙ্গলবার ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি 

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা