ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিরতি ঘোষণা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জাতিসংঘের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে পাঁচ বছরের পুরনো যুদ্ধ শেষ করতে এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে সৌদি আরব।
পশ্চিমা সামরিক শক্তির সমর্থিত এই জোটটি ২০১৫ সালের মার্চ থেকে ইরানের সাথে সংযুক্ত হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। তবে হুথি বাহিনীও যুদ্ধবিরতি পালন করবে কিনা তা পরিষ্কার নয়।
গত মাসে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস ইয়েমেনের প্রতি লড়াই বন্ধ করার এবং করোনাভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।
দু'দেশের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথকে এ দায়িত্ব দেওয়া হয়। এব্যাপারে গ্রিফিথ বলেন, “প্রতিটি পক্ষকেই এখন এই সুযোগটি কাজে লাগাতে হবে এবং তাত্ক্ষণিকভাবে সমস্ত শত্রুতা অবিলম্বে বন্ধ করতে হবে।”
উভয় পক্ষই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভিডিও কনফারেন্সে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটিতে সমস্ত আকাশ, স্থল এবং নৌ শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
সৌদি জোট বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে: "জাতিসংঘের রাষ্ট্রদূতের আহ্বান সফল করার লক্ষ্যে, ইয়েমেনি জনগণের দুর্দশা লাঘবে এবং করোনার মহামারী মোকাবেলা করতে ও এর বিস্তার রোধে কাজ করার জন্য আজ বৃহস্পতিবার থেকে শুরু করে দু'সপ্তাহের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করা হল"।
এদিকে, বিভিন্ন সূত্র বলছে প্রবীণ হুথি নেতারা এই যুদ্ধের সমাপ্তির সমঝোতার পক্ষে সমর্থন দিয়েছেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.