ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্যাক টু ব্যাক ম্যাচে হার মানলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। যা ২০১২ সালের পর প্রথম। বুধবার রাতে তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ৭ পয়েন্টে পিছিয়ে পরেছে অলরেডরা। যদিও ম্যানসিটি এক ম্যাচ কম খেলেছে। ২২ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৪০ পয়েন্ট। ম্যানসিটির ৪৭ পয়েন্ট। ২২ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাইটন রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চদশতম স্থানে।
বুধবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ব্রাইটনের স্টিভেন আলজাতে। ম্যাচের ৫৬ মিনিটে দান বার্নের ক্রস থেকে লিভারপুলের ভারপ্রাপ্ত গোলরক্ষক কিভেন কালেহারকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এদিন অসুস্থ্যতার জন্য লিভারপুলের হয়ে খেলতে পারেননি নিয়মিত গোলরক্ষক অ্যালিসন।
আলজাতের গোলটি শোধ দেওয়ার একাধিক সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সালাহ ও রবার্তো ফিরমিনো। কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারেননি। পাননি জালের নাগাল। তাতে ঘরের মাঠে হারও এড়াতে পারেননি তারা।
সান নিউজ/এম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.