ছবি: সংগৃহীত
জাতীয়

আজও চলছে না দূরপাল্লার বাস

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে আজ চলছে না দূরপাল্লার বাস।

আরও পড়ুন: বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

রোববার (১২ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, হেল্পারদের হাঁকাডাক নেই, কাউন্টারগুলো খোলেনি, নেই যাত্রীদের তাড়াহুড়ো। দূরপাল্লার বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, কিন্তু কোনোটিই ছাড়ছে না।

আজ সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে । এ কারণে রাজধানীর মহাখালীর বাস টার্মিনালে এমন চিত্র চোখে পরে। যে অল্প সংখ্যক যাত্রী এসেছেন, বাস না ছাড়ার কারণে তারাও যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

টার্মিনাল পেরিয়ে নাবিস্কো, তিব্বত পর্যন্ত রাস্তার দুই পাশে বাসগুলো পার্কিং করে রাখা হয়েছে। পাশাপাশি টার্মিনালের ভেতরেও বাস রয়েছে। নিরাপত্তার স্বার্থে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা।

আরও পড়ুন: রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচলকারী সৌখিন পরিবহনের ড্রাইভার, খোরশেদ আলম জানান, অবরোধের সময় যাত্রী পাওয়া যায় না, তাই আমরা বাস ছাড়ছি না। এমন অবরোধের কারণে আমরা বিপদে পড়ে যাচ্ছি।

আমরা যারা চালক হেল্পার আছি তাদের অনেকের দিনের বেতন দিনে হয়, বাস না চললে আমরা বেতন পাব কীভাবে? আমাদের সংসার কীভাবে চলবে? আজ কতদিন ধরে এমন অবরোধ চলছে, আমরা বাস ছাড়তে পারছি না।

এখানে এসে গাড়ি ধোয়া-মোছা করি। আর সারাদিন টার্মিনালেই বসে থাকি। যাত্রী হলে তাও বাস ছাড়া যায়। কিন্তু যাত্রীও হয় না।

আরও পড়ুন: আজ কালী পূজা ও দীপাবলি উৎসব

টাঙ্গাইল যাওয়ার জন্য টার্মিনালে আসা লুৎফর রহমান জানান, শুনেছি বাস চলছে না। কিন্তু আমার বাড়িতে একটি জরুরি কাজ আছে। সে কারণে আমাকে যেতে হবে। সে জন্য টার্মিনালে এসেছি। কিন্তু এসে দেখি বাস চলছে না।

তিনি বলেন, নিরিবিলি পরিবহন নামক একটি বাস আছে, যেটা টাঙ্গাইল যায়। তাদের সঙ্গে কথা বললাম, কিন্তু তারা জানাল যাত্রী নেই তাই বাস যাবে না। এখন গাবতলীর দিকে যাব, নাকি ফিরে যাব বুঝতে পারছি না।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ৪র্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগেই গতকাল রাতে রাজধানীতে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে মতিঝিলে নটর ডেম কলেজের সামনে, ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তানে সুন্দরবন স্কয়ারের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত ১১টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে এবং ১১টা ৪০ মিনিটে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেব...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

মানুষকে সচ্ছল করতে কাজ করছি

নিজস্ব প্রতিবেদক : বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে আমরা প্রত্য...

ভবনের দেওয়াল ধসে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁ...

প্রস্তাব পেয়েও মান্নাত কেনেননি সালমান

বিনোদন ডেস্ক: ২০০১ সালে ‘মান্নাত’ কিনেছিলেন বলিউ...

সব পরিকল্পনা পরিবেশবান্ধব হতে হবে 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, জ...

গোসাইরহাটে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ 

শরীয়তপুর প্রতিনিধি: চলছে ৬ষ্ঠ উপজ...

ভেঙে দেওয়া হলো কুয়েতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা