সংগৃহীত ছবি
খেলা

সংখ্যার পাতায় দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি 

স্পোর্টস ডেস্ক: ৫ম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্টের বিচারে একমাত্র এই আসরেই সেরা চারে গিয়েছিল বাংলাদেশ। সে হিসেবে এটা বাংলাদেশের জন্য বলা চলে সৌভাগ্যের প্রতীক। তবে সেটাও প্রায় ৮ বছর আগের কথা। সময়ের পরিক্রমায় বদলেছে বিশ্ব ক্রিকেটের হালচাল।

আরও পড়ুন: শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার

পালাবদলের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও। ২০১৭ সালের সেই দলের অনেকেই এখন জাতীয় দল তো বটেই ক্রিকেটের বাইরে দিন পার করছেন। তবু নিজেদের অতীতের প্রেরণা আর তারুণ্যের ওপর ভর করে বাংলাদেশ আরও একবার স্বপ্ন দেখছে ভালো কিছু করার।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আগে একবারে দেখে আসা যাক বাংলাদেশের এই টুর্নামেন্টের অতীত রেকর্ডের দখল রেখেছেন কে কে

২৯৩ - তামিম ইকবাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। টাইগারদের রানের রেকর্ডের পাতায় বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে। সবচেয়ে বেশি রানের মালিকও চট্টগ্রামের এই ড্যাশিং ব্যাটার। দুইয়ে আছেন ২৭১ রান করা সাকিব আল হাসান। দেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ার নাফিস এই টুর্নামেন্টে করেছেন ৩ ম্যাচে ১৬৬ রান।

১২৮ - তামিম ইকবাল

এক ইনিংসে সর্বোচ্চ রান। এই রেকর্ডও তামিম ইকবালের দখলে। লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৭ আসরে ১৪২ বলে ১২৮ করেছিলেন তামিম। জয়পুরে ২০০৬ আসরে শাহরিয়ার নাফিস করেছিলেন ১২৩ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সাকিব ও মাহমুদউল্লাহর দুই সেঞ্চুরি আছে এরপরেই।

৮৩.০০ - শাহরিয়ার নাফিস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গড় শাহরিয়ার নাফিসের। ভারতে অনুষ্ঠিত ২০০৬ আসরে ৩ ম্যাচে ১৬৬ রান করেছিলেন নাফিস। গড় ছিল ৮৩.০০। তামিম ইকবালের গড় ৭৩.২৫।

৮ - খালেদ মাহমুদ ও রফিক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ রফিক। দুজনেই খেলেছেন ৮ ম্যাচ। মাশরাফি এবং সাকিব আল হাসান খেলেছেন ৭টি করে ম্যাচ।

৬ - রফিক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ রফিক। ৮ ম্যাচে তার উইকেট ৬টি। আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মর্তুজার আছে ৪টি করে উইকেট।

১৩/৩ - মোসাদ্দেক হোসেন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ রান খরচায় ৩ উইকেট পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০০৬ আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ রানে ৩ উইকেট ছিল সাকিবের। উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ ছাড়া আর কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের দেখা পাননি সাকিব।

৪ - খালেদ মাসুদ

৮ ম্যাচে ৪ ক্যাচ খালেদ মাসুদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ড এটাই। ৩ টি ক্যাচ নিয়ে দুইয়ে আছেন মুস্তাফিজুর রহমান।

৬৬ ও ২৯১ - রফিক

সবচেয়ে বেশি ৬৬ ওভার এবং ২৯১ রান খরচ করেছেন মোহাম্মদ রফিক। দুইয়ে থাকা মাশরাফি বল করেছেন ৫৮ ওভার। খরচ করেছেন ২৬১ রান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদি গুলিবিদ্ধ: গ্রামের বাড়িতে চুরি, বিএনপি ও শিবিরের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান...

৪ বার টেন্ডারেও তালতলা-ডহরী খালে সেতু নির্মাণ শুরু হয়নি

ভিত্তিপ্রস্তরের দুই বছরেও মুন্সীগঞ্জের তালতলা-ডহরী খালে স্টিলের বেইলি ব্রিজের...

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা 

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে...

বোয়ালমারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীব...

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, নামাজ আদায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে তার...

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিহত সবুজের বাড়িতে শোকের মাতম

সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় ব...

নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল করে গাছ কাটার অভিযোগ

ঝালকাঠির সদর উপজেলায় গাভরামচন্দ্রপুর এলাকায় গাছ কেটে নিয়ে পারিবারিক সম্পত্তি...

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত...

থাইল্যান্ড-সিঙ্গাপুরে হাদির কেস সামারি পাঠানো হয়েছে 

শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। এ বিষয়ে প্রস্তুত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা