সংগৃহীত
জাতীয়

ইসির প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটে সম্পৃক্ত প্রায় ১০ লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) থেকে এই ১০ লাখ জনবলকে যারা প্রশিক্ষণ দেবে সেই প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু।

আরও পড়ুন: রোমানিয়ায় ১৬ বাংলাদেশি আটক

নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এই ১০ লাখ লোকবলকে সেপ্টেম্বর থেকে শুরু করে তফসিল ঘোষণার আগে ও পরে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১ম ধাপে আজ প্রশিক্ষকদের প্রশিক্ষক (টিওটি) কার্যক্রম উদ্বোধন করবেন। চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এর উপস্থিতিতে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে এ অনুষ্ঠান হবে।

প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের পর একে একে মাঠ পর্যায়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার নিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থাপনার বিষয়ে জেলা ও উপজেলা সম্পৃক্ত কর্মকর্তাদেরও আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, নির্বাহী ও বিচারিক হাকিমদের ব্রিফিং থাকবে।

আরও পড়ুন: বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়

এছাড়াও কেন্দ্রীয়ভাবে বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদেরও নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিং হবে।

এসকল প্রশিক্ষণসূচিতে নির্বাচনী আইন, বিধিমালা, নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধিসহ সার্বিক বিষয় তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচন শুরুর ২ সপ্তাহ আগে থেকে উপজেলা ও থানা পর্যায়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ নির্বাচনে ৪২ হাজারের বেশি প্রিজাইডিং অফিসার, আড়াই লাখের বেশি সহকারি প্রিজাইডিং অফিসার ও সোয়া ৫ লাখের মতো পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: দেশের প্রতিটি অর্জনে ছাত্রলীগ জড়িত

ইটিআই মহাপরিচালক বলেন, প্রায় ১২ কোটি ভোটারের এ নির্বাচনে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র থাকছে। ভোটগ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত কর্মকর্তা সব মিলিয়ে ১০ লাখেরও বেশি লোকবল লাগবে।

আমাদের একটা কর্মপরিকল্পনা আছে। সেই অনুযায়ী, নির্ধারিত সংখ্যক লোকবল নিয়ে ব্যাচভিত্তিক সকলকে প্রশিক্ষণ ও ব্রিফিংয়ের আওতায় আনা হবে। আবার সাংবাদিক ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিং-এর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, সময় যত ঘনিয়ে আসবে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা