জাতীয়

অনলাইনে প্রচার হবে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষকে বরণ করতে প্রতিবছর বিভিন্ন আয়োজন থাকে দেশ জুড়ে। বড় আয়োজনটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের আয়োজনে। যা বাঙালির মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত। আর রমনার বটমূলে বৈশাখ বরণ করে ছায়ানট। কিন্তু এ বছর ব্যাপক আয়োজনে হবে না মঙ্গল শোভাযাত্রা। স্বল্প পরিসরে আয়োজন হলেও তাতে অংশগ্রহণ থাকবে সীমিত। তবে মূল অনুষ্ঠান অনলাইনে প্রচারের চিন্তা করছে আয়োজকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।

সূত্র জানায়, আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। একারণে এবার পয়লা বৈশাখে শুধু চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করবে। আর তা ভার্চুয়াল মাধ‌্যমে প্রচার করা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, খুবই স্বল্প সংখ্যক লোক নিয়ে এটি উদযাপন করা হবে। যাতে ভার্চুয়ালি প্রচার করা যেতে পারে। এক্ষেত্রে বাইরের কোনো মানুষ আসতে পারবে না।

মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক নাজির খান খোকন বলেন, পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রা বের করা হবে। বাইরের কেউ এতে অংশ নেবে না। আমাদের পুরো আয়োজনটি অনলাইনে প্রচার করা হবে।

তিনি বলেন, আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির মঙ্গল। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর আমরা এটি উদযাপন করতে পারিনি। এবছর সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়ে গেছে।

তিনি আরও বলেন, এটি একটি বিশ্ব ঐতিহ্য। তাই এটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে না পারা আমাদের জন্য কষ্টের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন। আমরা নিজেরাই চারুকলার অভ্যন্তরে এটি উদযাপন করবো।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। স্বল্প পরিসরে আমাদের মঙ্গল শোভাযাত্রা হবে। সেটা ভার্চুয়ালি প্রচার করা হবে। স্বাস্থবিধি মেনেই এটি উদযাপন করা হবে।

গত ৭ এপ্রিল সংস্কৃত মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২১ মার্চ তারিখে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন/ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন‌্য অনুরোধ জানানো হলো।

সাননিউজ/আরএম/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা