রাজনীতি

নুরের দল এ মাসেই, প্রথম আন্দোলনেই ইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে আসছে নতুন মোড়। চলতি মাসেই হবে নতুন দলের আবির্ভাব। দলটি গড়ে উঠবে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের চিন্তা ও পরিকল্পনায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের প্রথম আন্দোলনই হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

দলের প্রধান নুরুল হক নুর সংবাদমাধ্যমকে বলেছেন, জনগণ যেন আমাদের বিকল্প শক্তি হিসেবে ভাবেন। দল ঘোষণার পর নিরপেক্ষ নির্বাচন কমিশন-ইসি পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নামবো। এটিই হবে আমাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি।

দলটির চেয়ারম্যান, সভাপতি বা প্রধান কে হবেন সেটি এখনও ঠিক হয়নি। তবে সাবেক ভিপি নুর প্রধান হচ্ছেন না। তিনি প্রধান না হলেও তার চিন্তার আদলে‍ই দলটি পরিচালিত হবে এবং তিনিই দলের মূখ্য ব্যক্তি হবেন। এ দল হবে তারুণ্যনির্ভর। সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, নতুন দলের দুটি নাম ঠিক হয়েছে। ‘বাংলাদেশ অধিকার পার্টি’ এবং ‘গণ অধিকার পরিষদ’। এর যেকোনও একটি চূড়ান্ত হতে পারে, এই নামের বাইরেও হতে পারে। তবে এই দুই নামের যেকোনও একটিতে দেশে আসছে নতুন দল। নুরের দল বড় কোনও দলের নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না। ছোট-বড় সব দলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখবে। হিংসা ছড়াবে না।
তবে আদর্শের প্রশ্নে কোনও ছাড় দেবে না।

জানা গেছে, চলতি মাসে দল ঘোষণার সকল প্রস্তুতি সেরে রেখেছেন নতুন দলটির উদ্যোক্তারা। দলে থাকবে সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি। বড় কোনও দলের সঙ্গে আদর্শিক মিল থাকলে বা জাতীয় ও গণতন্ত্রের জন্য বৃহত্তর স্বার্থে যেকোনও দলের সঙ্গে জাতীয় আন্দোলনের পরিবেশ তৈরি হলে বা প্রয়োজন হলে তারা মাঠের আন্দোলনে যোগ দেবে। বড় দলগুলোর নেতৃত্বে রাজনৈতিক জোটে যাবে না। তবে সমমনা ছোট দলগুলো তাদের সঙ্গে যোগ দিতে চাইলে তারা ওই জোটের নেতৃত্ব দেবে।

আসন্ন নতুন দলের সভাপতি বা চেয়ারম্যান হওয়ার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে প্রস্তাব করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু তিনি দলের প্রধান হতে রাজি নন। তবে দলের সঙ্গে থাকবেন বলে জানান। এ বিষয়ে সংবাদমাধ্যমকে ডা. জাফরুল্লাহ বলেন, আমার বয়স হয়েছে। কোনও দলের নেতৃত্ব দেওয়ার মতো বয়স এখন আর নেই। একটি দল করতে গেলে
পুরো দেশ ঘুরতে হবে। ছোটাছুটি ক‍রা লাগবে। আর এই দলের প্রতিপক্ষ তো একটি ফ্যাসিস্ট সরকার।

দলের উদ্যোক্তারা জানান, নতুন দলের মাঠপর্যায়ের কমিটিগুলোতে সভাপতি পদে জ্যেষ্ঠদের এবং সাধারণ সম্পাদক পদে তরুণদের দিয়ে দল সাজানোর পরিকল্পনা রয়েছে। দল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যেই সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন-ইসিতে আবেদন করা হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।...

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু হলো ইনোভেশন মডেল স্কুলের

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিংমুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযু...

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা