শাহাদাৎ সরকার: আজ বিশিষ্ট পন্ডিত, চিন্তাবিদ, বহুমাত্রিক লেখক, কলামিস্ট, বুদ্ধিজীবী, স্বদেশপন্থী চিন্তক ও শিক্ষাবিদ এবনে গোলাম সামাদের ৯৬ তম জন্ম বার্ষিকী।
শনিবার (২৮ ডিসেম্বর) তান জন্মদিন পালন করা হয়।
আরও পড়ুন: গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন প্রধান কাজ
এবনে গোলাম সামাদ ১৯২৯ সালের (২৮ ডিসেম্বর) রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা- মৌলবী মো. ইয়াসিন, মাতা- নছিরন নেসা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন।
এবনে গোলাম সামাদ উদ্ভিদবিজ্ঞানের শিক্ষক হলেও রাজনীতি, অর্থনীতি, ভাষা, সংস্কৃতি, নৃতত্ত্ব, ইতিহাস ও সাহিত্য শিল্পকলায় ছিলেন বিশেষ আগ্রহী। এ সব বিষয়ে তাঁর লেখালেখির পরিমাণ বিপুল এবং মননশীলতায় ঋদ্ধ। পরিণত বয়সে তিনি ইতিহাসের অমূল্য উপাদান অনুসন্ধান ও উপস্থাপন এবং তার ভিত্তিতে নতুন বয়ান হাজির করেন মুক্তচিন্তা, বস্তুনিষ্ঠা ও গভীর ইতিহাসচেতনা তাঁকে পাঠকমহলে জনপ্রিয় করে তোলে। নৈর্ব্যক্তিকতা এবং রাজনৈতিক ও দলীয় আনুগত্যহীনতা বুদ্ধিজীবী ও বিশ্লেষক হিসেবে তাঁকে বিশিষ্ট করে তোলে। দেশপ্রেম, আত্মপরিচয়ের অনুসন্ধান ও বাংলাদেশকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তাঁকে অনন্য করেছে। তিনি ১৯৬৩ সালে ফ্রান্সের পুয়াতিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জীবাণুতত্বের ওপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। লেখালেখির সূচনা তরুণ বয়সেই। সিকান্দার আবু জাফর সম্পাদিত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা সমকাল এ লেখালেখির মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ। এছাড়াও লিখেছেন মাসিক মোহাম্মদী, সওগাত, জয় বাংলা, সংগ্রাম , ইনকিলাব, পালাবদল, অঙ্গীকার ডাইজেস্ট, আমার দেশ ও নয়াদিগন্তের মত জনপ্রিয় পত্রিকায়। তিনি জয়বাংলা পত্রিকা সম্পাদনার সাথে জড়িত ছিলেন। তাঁর সর্বাধিক আলোচিত গ্রন্থ ‘আত্মপরিচয়ের সন্ধানে’বাংলাদেশের শিকড়ের সন্ধানী ইতিহাসের আকরগ্রন্থ হিসাবে সমাদৃত। ‘নৃতত্ব’, ‘নৃতত্ব প্রথম পাঠ’, ‘বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি’-এই গ্রন্থ তিনটিতে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষের উৎপত্তির ইতিহাসকে বিশ্লেষণ করেছেন তিনি।‘শিল্পকলার ইতিকথা’ বাংলা ভাষায় রচিত প্রথম শিল্পকলার ওপরে বই বলে অনেকে মনে করে থাকেন। শিল্পকলার ওপরে তিনি আরো লিখেছেন ‘ইসলামী শিল্পকলা’ এবং ‘মানুষ ও তার শিল্পকলা’ নামে অনন্য দুটি গ্রন্থ। যা বিশ্ববিদ্যালয়সমূহ পাঠ্য।
তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি গ্রন্থ হলো ‘বাংলাদেশে ইসলাম’। প্রচলিত ইতিহাস পরিকাঠামোর ঘেরাটোপের বাইরে গিয়ে ইসলামকে বোঝার অনন্য গ্রন্থ এটি। ‘বর্তমান বিশ্ব ও মার্কসবাদ’ গ্রন্থ কাল মার্কসের চিন্তার সমকালীন প্রাসঙ্গিকতা কতটুকু তা বিশ্লেষণ করেছেন তিনি। তাঁর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ‘বায়ান্ন থেকে একাত্তর’। এটি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ওপরে লিখা কলাম সংকলন। এতে তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য হাজির করেছেন। যা অনুসন্ধানী পাঠককে আকৃষ্ট করে।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু
এবনে গোলাম সামাদের জন্মদিন উপলক্ষে এবনে গোলাম সামাদ গবেষণা কেন্দ্র রাজশাহীর সাহেব বাজারস্থ দৈনিক বার্তা ভবনের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক, শিক্ষাবিদ এবং প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম। এছাড়াও কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অতিথি হিসেবে আরও থাকবেন গবেষক ও নদী বিশেষজ্ঞ মাহবুব সিদ্দিকী, সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. সামিউল ইসলাম। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
সান নিউজ/এমএইচ