স্বাস্থ্য

করোনায় মৃত্যুর শঙ্কায় ৫ ধরনের মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা মহামারির বেগতিক পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে গোটা বিশ্বের মানুষ। দেশে দেশে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো প্রতিষেধক বের না হওয়ায় পৃথিবী থেকে এ দুর্যোগ কবে কাটবে তাও জানা নেই।

এমন পরিস্থিতি তাই ক্রমশই মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এরই মধ্যে বিরূপ প্রভাব দেখা দিয়েছে। মহামন্দার আশঙ্কাও দিন দিন বাড়ছে।

কোন চিকিৎসা না থাকায় করোনাভাইরাসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরই নির্ভর করতে হচ্ছে। আক্রান্ত মানুষের শরীর যাতে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারেন চিকিৎসকেরা সাধ্যমতো সেই চেষ্টাই করছেন।

তাতে কেউ জয়ী হচ্ছেন, আবার কেউ কেউ চিকিৎসকদের অসহায় চোখের সামনে পরাজিত হয়ে পরপারে পাড়ি দিচ্ছেন। এমন অবস্থায় করোনাভাইরাসটিকে চিনতে আর প্রতিষেধক তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা।

এমন সব গবেষণা থেকেই বের হয়ে আসছে ভাইরাসটির সব নতুন নতুন রূপ। গবেষকরা বলছেন, পাঁচ ধরনের মানুষ রয়েছেন যাদের করোনায় আক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি।

মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, সব ধরনের মানুষ করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯'এর ঝুঁকির মধ্যে থাকলেও বিশ্বের বিভিন্ন দেশে মৃতদের মধ্যে পাঁচটি ধরন দেখা গেছে।

সেগুলো হলো,

১. বয়স

গবেষণায় দেখা গেছে, ৭০ বছরের বেশি বয়স্কদের করোনায় মারা যাওয়ার হার সবচেয়ে বেশি। করোনা আক্রান্ত হলে অবস্থা গুরুতর হবে কিনা তা নির্ভর করে বয়সের ওপর।

২. লিঙ্গ

পরিসংখ্যান পর্যালোচনা করে গবেষকদের দাবি, নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে বেশি। যদিও এর কারণ এখনো জানতে পারেননি গবেষকরা। ইতালিতে আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ হলেও মৃতদের মধ্যে পুরুষের শতাংশ ৬৮। গ্রিসে জনসংখ্যার ৫৫ শতাংশ পুরুষ হলেও করোনায় মৃতদের ৭২ শতাংশ পুরুষ।

৩. শারীরিকভাবে দুর্বল

যারা শারীরিকভাবে দুর্বল বিশেষ করে যারা ডায়াবেটিস, অ্যাজমা, উচ্চ রক্তচাপ, ফুসফুসে সমস্যা, হজমের সমস্যায় ভুগছেন তাদের মৃত্যু হার বেশি। নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছে, উহান শহরে প্রথম এক হাজার জন আক্রান্ত হওয়ার পর যারা মারা গেছেন- তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস, ক্যান্সার, হার্টে সমস্যা ও উচ্চ রক্তচাপ ছিল। আক্রান্ত অবস্থায় হঠাৎ করেই সেসব রোগের উপসর্গ বেড়ে গিয়ে তাদের অনেকের মৃত্যু হয়েছে।

৪. ওজন

শারীরিকভাবে বেশি ওজনের মানুষদের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেশি ঘটতে দেখা গেছে। ফ্রান্সের গবেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রে এতো বেশি মানুষ মারা যাওয়ার প্রধান কারণ হলো বাড়তি ওজন।

৫. রোগ প্রতিরোধ ক্ষমতা

করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সে ক্ষেত্রে কেবল রোগ প্রতিরোধ ক্ষমতাই পারে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দুয়ার থেকে টেনে আনতে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা করোনাভাইরাসে আক্রান্ত হলে যুদ্ধে পরাজিত হচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই যোদ্ধাদের নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ এলাকায় বিশৃঙ্খলা করেছে- বিএ...

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের বিদেশি কুরিয়ার সার্ভিসের কার...

এনসিপির দাবি জুলাই সনদে ৩ দফা অন্তর্ভুক্ত করা

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা...

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাবে ইডেন কলেজের আপত্তি

সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন ও প্রশাসনিক ক...

রান্নার তেলেই কি বিষ? বাংলাদেশের সয়াবিনে ২০ গুণ বেশি মার্কারির ইঙ্গিত

বাংলাদেশে প্রতিদিন কোটি মানুষের রান্নাঘরে ব্যবহার হচ্ছে সয়াবিন ও পাম তেল। কিন...

যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করা হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার স্থান পরিদর্শ...

পানির অভাবে তিস্তা এখন মরুময় বালুচর

একসময় উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার তিস্তা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন...

নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্...

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, ফুঁসে উঠেছে ইবি শিক্ষার্থীরা

গাজীপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে তিন দিন ধরে ধর্ষণের অভিযো...

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭ ইউনিট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সূত্রপাতের সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা