সারাদেশ

নরসিংদীতে গ্রামীন পৌষমেলা, হাজারো মানুষের ঢল 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : শীতকাল মানেই আমেজ আর উৎসবের সময়। গ্রামীণ আমেজ আর অনুভূতিকে আরও ত্বরান্বিত করতে নরসিংদীর রায়পুরায় হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষমেলা। উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহাপুর গ্রামে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয় এ মেলা। অন্যান্য বছর তিনদিনব্যাপী হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এই মেলা একদিনেই সমাপ্ত হয়।

সাধক মাহমুদ শাহ ফকিরের তিরোধান দিবসকে উপলক্ষ্য করে প্রতিবছর পৌষ মাসের শেষ বৃহস্পতিবার এ মেলা বসে। এ বছর ৬১১তম তিরোধান দিবস। ৬১০ বছর ধরে এই মেলা আয়োজন করে আসছে এলাকাবাসী। এখানকার মানুষের বিশ্বাস, সাধক মাহমুদ শাহ পায়ে হেটে পানির ওপর দিয়ে নদী পার হতেন।

এই মেলাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামের মানুষদের মধ্যে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। এমনকি মেয়েরা নাইওর আসে তাদের পরিজন নিয়ে। মেলায় আশেপাশের প্রায় ১৫টি গ্রামের মানুষ একসাথে জড়ো হয়, নিজেরে মধ্যে ভাগাভাগি করে নেয় আনন্দ।

মেলা ঘুরে দেখা যায়, প্রায় এক কিলোমিটার এলাকা ও মাঠ জুড়ে হরেক রকম দোকান বসেছে। বাচ্চাদের খেলনা, মাটির তৈজসপত্র, পুতুল, চরকি, কসমেটিকস আর বাহারিজাতের খাবারের সমারোহ। সকল শ্রেণি পেশার মানুষ এসব দোকান ঘুরে ঘুরে তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে নিয়ে যাচ্ছে।

মেলার দোকান সাজিয়ে বসা সরফ আলী জানান, তিনি ১৫ বছর ধরে এই মেলায় খেলনা দোকান নিয়ে বসেন। এখানে প্রতিবছর প্রচুর জনসমাগম ঘটে। বিক্রিও অনেক।

বেতের জিনিসপত্র বিক্রি করছেন খৈনকুটের শরিফ মিয়া। তিনি জানান, এ মেলায় বাঁশ ও বেতের তৈরী জিনিসপত্রের কদর কোন অংশে কম নয়। মেলা উপলক্ষে বেশকিছুদিন আগে থেকে এগুলো তৈরী শুরু করে গ্রামের নারী পুরষ।

ছেলে মেয়েদের নিয়ে নরসিংদী শহর থেকে ঘুরতে আসা সবুজ আহমেদ জানান, ছোটবেলা থেকেই তিনি এই মেলায় আসেন এবং ঘুরে ফিরে উপভোগ করেন। মেলায় জিলাপি, মুড়ি, নিমকিসহ ছোট ছেলে মেয়েদের জন্য খেলনাও কিনে নিয়ে যান তিনি।

মেলায় কেউবা বাশি বাজাচ্ছে, আবার কেউবা লাঠিম হাতে ঘুরাচ্ছে আবার অনেকেই চরকিতে উঠছে। ঈদের মতো করে এই মেলাটাকেও উপভোগ করেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। গ্রামীণ এই সংস্কৃতি এত বছর পরেও ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ বলে জানান স্থানীয়রা।

মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে মাইনউদ্দিন প্রধান নামে এক সদস্য জানান, এবার করোনা সংক্রমণের কারণে প্রশাসনের নির্দেশনায় আয়োজন তিনদিনের পরিবর্তে একদিন করা হয়েছে। মেলায় মাস্ক বিতরণ করার ব্যবস্থাও করা হয়েছে। পুলিশও মোতায়েন রয়েছে।

প্রায় ছয়শত বছর ধরে এই মেলাটি উৎসব হিসেবে এলাকায় হয়ে আসছে বলে জানান স্থানীয়রা।

সান নিউজ/আর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিম...

‘গোপন রাজনীতি’, ছাত্রশিবির ও ডাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম সংস্কৃতি এবং এই কেন্দ্রিক নির্যাতন গত ১৫ বছরে ছি...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করা...

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র...

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, যুদ্ধ স্থগিতের ঘোষণা নেই

যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা