সারাদেশ

দখল-দূষণে ঐহিত্যবাহী ‘টাউন খাল’ এখন শুধুই স্মৃতি  

প্রকাশ দাস, ব্রাহ্মণবাড়িয়া : খাল শব্দটি শুনতেই মানসপটে ভেসে উঠে টইটুম্বুর পানির দৃশ্য। ছোট-বড় নৌকার চলাচল আর খালের দু’পাড় ঘিরে জাল দিয়ে মৎস্য শিকারের নিদারুণ উৎসব। কিন্তু এসব কিছুই দেখা মিলে না ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল ঘিরে। কারণ দখল, দূষণ আর অব্যবস্থাপনার ফলে মৃত প্রায় খালটি এখন শুধুই আবর্জনা ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে।

এতে দিন দিন যেমন কমছে খালের গভীরতা ও প্রশস্থতা তেমনি দখলবাজদের হাতে দখল হয়ে যাচ্ছে খালের বিভিন্ন অংশ।

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী খালটি “টাউন খাল” নামেই সুপরিচিত। মেঘনার কন্যাখ্যাত তিতাস নদী থেকে উৎপত্তি এই খালের। খালটি শহরের টানবাজার ও কান্দিপাড়া এলাকা থেকে শুরু হয়ে কাজীপাড়া, মধ্যপাড়া, পৈরতলা হয়ে গোকর্ণঘাট গ্রামের পাশ দিয়ে আবার তিতাস নদীতেই মিলিত হয়েছে।

এক সময় এই খালটিকে ঘিরে বড় বড় পণ্যবাহী নৌকার সমাগম ঘটতো। আর একে ঘিরেই গড়ে উঠেছিল বাণিজ্য কেন্দ্র। তবে দখল, দূষণ আর অব্যবস্থাপনার ফলে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী এই টাউন খাল। দিনে দিনে তা পরিণত হচ্ছে সরু ড্রেনে।
বর্ষা মৌসুমে তিতাসের বুকে পানি থৈ থৈ করলেও টাউন খালের খরস্রোতা দৃশ্য আর চোখে পড়ে না। স্বরুপ হারিয়ে যেন নীরবেই বাঁচার আকুতি জানিয়ে যাচ্ছে এক সময়ে প্রাণের সঞ্চার জাগানো এই খালটি।

অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে খালটি ধীরে ধীরে বিলীন হবার পথে রয়েছে। এদিকে খালটি জেলা পরিষদের এখতিয়ারাধীন হওয়ায় পানি উন্নয়ন বোর্ড খালটিকে রক্ষায় স্বপ্রণোদিতভাবে কিছুই করতে পারছে না।

খোঁজ নিয়ে জানা যায়, শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া টাউন খালে একসময় ছোট-বড় অনেক নৌকা চলাচল করতো। বড় বড় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকা থেকে নৌকা দিয়ে পণ্য এনে এই খালের টান বাজার এলাকায় নৌকা ভেড়াতো। ধর্ম জাল দিয়ে মাছ ধরার দৃশ্য ছিল নিত্যদিনের। এ খালই ছিল অনেকের জীবন ও জীবিকা। এর সবকিছুই এখন যেন সোনালী অতীত। কেননা দিন দিন দূষণের ফলে অস্তিত্ব হারাতে বসেছে ঐতিহ্যবাহী এ খালটি।

আবাসিক এলাকা, বিভিন্ন হোটেল-রেস্তোরা ও বাজারের বর্জ্য ফেলায় খালটি দিন দিন ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে করে একদিকে খালের পানি দূষিত হচ্ছে। অপরদিকে ময়লা আবর্জনা ও বর্জ্য ভরে খালের গভীরতা ও প্রশস্থতা উভয়ই কমছে।

কর্তৃপক্ষের অযত্ন ও অবহেলায় খালটি আবর্জনার স্তূপে পরিণত হলেও দেখার যেন কেউ নেই। একসময় এই খালের স্বচ্ছ পানিতে গোসল করত খালপাড়ের বাসিন্দারা। এখন আর খালের আগের জৌলুস নেই। খালটি এখন মৃত প্রায়। এই খালে এখন আর নৌকা চলে না। গোসলও করে না কেউ।

জানা যায়, খালটির দৈর্ঘ্য চার দশমিক ৮০ কিলোমিটার। তবে জেলা পরিষদের মানচিত্র ও খতিয়ান অনুযায়ী ২০৫ ও ২৬২ দাগে খালের আয়তন আট দশমিক ৩৫ একর। পৌরসভার উদ্যোগে ২০০৮-১২ সাল পর্যন্ত সৌন্দর্য বর্ধনের নামে শহরের কান্দিপাড়া এলাকা থেকে ঘোড়াপট্টির পুল (ফকিরাপুল) পর্যন্ত খালের দুই পারে সিসি ব্লক, ফুটপাত ও রেলিং স্থাপন করা হয়। সৌন্দর্য বর্ধনের পরে জেলা পরিষদ কিংবা পৌরসভা কেউই খালের রক্ষণাবেক্ষণ করেনি। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার ২০টি ড্রেনের সঙ্গে খালটির সংযোগ রয়েছে। ড্রেন দিয়েও প্রতিদিন প্রচুর ময়লা এসে খালে পড়ে।

খালের পাড় ঘেঁষা বাসিন্দারা জানান, আগে এই খালে খরস্রোতা পানি প্রবাহিত হতো। এখন অধিকাংশ জায়গাই ভরাট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়া এই খাল এখন শুধুই স্মৃতি। খালের বিভিন্ন অংশে দখলবাজরা দখল করে বহুতল বিশিষ্ট ইমারতসহ বাড়ি-ঘর নির্মাণ করে ফেলেছে। তাই খালটি পুনরুদ্ধার ও বাঁচানোর দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাশ বলেন, খালটির রক্ষণা-বেক্ষনের দায়িত্ব জেলা পরিষদের। পানি উন্নয়ন বোর্ড থেকে সহযোগিতা চাইলে সব ধরণের সহযোগিতা করা হবে। অথবা খালটির দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের নিকট হস্তান্তর করা হলে পানি উন্নয়ন বোর্ড খালটিকে রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও জনপ্রতিনিধগণ যদি আমাদেরকে ডিও লেটার দেন তাহলেও আমরা খালটিকে রক্ষণা-বেক্ষনে কাজ করতে পারবো।

এদিকে খালটি রক্ষায় জনসচেতনতার অভাব রয়েছে উল্লেখ করে পৌর মেয়র মিসেস নায়ার কিবর বলেন, বারণ করার পরেও রেস্টুরেন্ট ও বাড়ির মালিকরা রাতের বেলায় ময়লা ফেলে খালটিকে নষ্ট করে দিচ্ছে। সবাই সচেতন হতে হবে, তাহলেই খালটি আগের অবস্থায় ফিরে আসবে।

জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এম,এম,সি বলেন, খালটির পানি প্রবাহ ফিরিয়ে আনতে গত বছর পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়েছিল। আগামী বর্ষা মৌসুমেও খালটির নাব্যতা ফেরাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। এছাড়াও সরেজমিন পরিদর্শন করে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

ঐতিহ্যবাহী খালটিকে স্বরুপে ফিরাতে সংশ্লিষ্টরা তৎপর ভূমিকা পালন করবে বলে আশাবাদী সাধারণ মানুষ।


সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

মুন্সীগঞ্জে অ্যাডভোকেট এ.বি.এম ফিরোজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে—সব সময়, এই স্লোগান সামনে রেখে মুন্সী...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা, নিরব প্রশাসন

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই খাগড়াছড়িতে চলছে পাহাড় কাটার মহোৎসব। রাতে...

প্রার্থী হওয়ার ঘোষণার পর হত্যার হুমকি, গানম্যান চাইবেন হিরো আলম!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই হত্যার হুমক...

তারেক রহমানের প্রত্যাবর্তনে ঝালকাঠি থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থত...

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে যানজটের আশঙ্কা, বিমানযাত্রীদের জন্য নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরব...

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা