শিক্ষা

‌গবেষণায় ভালো করছে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়: ইউজিসি

নিজস্ব প্রতিবেদক: মৌলিক গবেষণার ক্ষেত্রে দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

তিনি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মৌলিক গবেষণায় ভালো করছে। গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়সমূহ ও উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আরো বেশি গবেষণায় মনোযোগী হতে হবে এবং গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

বুধবার (১০ মার্চ) নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক তিনটি বৈদেশিক প্রকল্পের অনুদানের অর্থ গ্রহণ ও ব্যয় সংক্রান্ত বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় কোরিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ‘ইউটিলাইজিং কোরিয়ান ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর জব ক্রিয়েশন ইন বাংলাদেশ’, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘রিসার্চ অন ইন্টারসেকশন অব জেন্ডার অ্যান্ড টেকনোলজি’ এবং ইউনিভার্সিটি অব নটিংহাম এর অর্থায়নে পরিচালিত ‘কলেরা এন্টিবায়োটিক রেজিস্টিক ইন বাংলাদেশ: বিগ ড্যাটা মাইনিং অ্যান্ড মেশিন ল্যার্নিং টু ইম্প্রুভ ডায়াগনস্টিকস ট্রিটমেন্ট সিলেকশন’ প্রকল্পের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদ হোসেন এবং ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নোভা আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রফেসর চন্দ দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে গবেষণা চালিয়ে যেতে গবেষকদের অনুরোধ করেন। এসব গবেষণা প্রকল্পে ইউজিসি থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নানাবিধ সীমাবদ্ধতা থাকার পরও গবেষণায় প্রশংসনীয় অবদান রাখছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্র...

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানস...

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান...

রক্তে ভেজা ‘মুল্লুক চলো’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রক্তে ভেজা ঐ...

গজারিয়ার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: প্রথ...

বিমানের তীব্র ঝাঁকুনিতে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ার...

৩০ শতাংশের বেশি ভোট পড়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ধাপের নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভ...

এলপিএলে দল পাননি তামিম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তামিম...

সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্ব...

দ্বিতীয় ধাপের ভোট শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা