ছবি: সংগৃহীত
সারাদেশ
টঙ্গীবাড়ি

খালের পানিতে ঝাপ দিয়ে মাদক ব্যবসায়ী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পুলিশের তাড়া খেয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে খালের পানিতে ঝাপ দিয়ে নিখোঁজ রয়েছেন কুদ্দুস সরদার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন: বৈষম্য নয়, সাংবিধানিক অধিকার চাই

বুধবার (৯ আগস্ট) বিকেলে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল ৪ টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিখোঁজ ওই মাদক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যায়নি। তার সন্ধানে খালে উদ্ধার তৎরপতা চালাচ্ছে ঢাকা ফায়ার সার্ভিসের ৪ সদস্যের ডুবুরী দল।

পুলিশের দাবি নিখোঁজ কুদ্দুস সরদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে পরিবারের লোকজন জানে না কি কারণে পুলিশ তাকে তাড়া করেছিলো। কুদ্দুস উপজেলার বালিগাঁও গ্রামের আ: সাত্তারের ছেলে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে কুষ্ঠরোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

স্থানীয়রা জানিয়েছেন, বালিগাঁও গ্রামের কুদ্দুস সরদার ও তার পরিবারের লোকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একই সঙ্গে গ্রামে জুয়ার আসরও বসিয়ে থাকে। এতে গ্রামের তরুণ ও যুবকরা বিপথগামী হচ্ছে। কিছুদিন পরপরই পুলিশ কুদ্দুস ও তার পরিবারের সদস্যদের ধরে নিয়ে যায়।

গত বুধবার বিকেল ৪ টার দিকে বালিগাঁও বাজার এলাকায় কুদ্দুসকে দেখতে পেয়ে ধরার জন্য তাড়া করে টঙ্গীবাড়ি পুলিশ। এ সময় দৌড়ে পালাতে গিয়ে সে বালিগাঁও গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালের পানিতে ঝাপ দেয়। এরপর সে সাঁতরে আর তীরে উঠে আসেনি।

আরও পড়ুন: সেপটিক ট্যাংকে মিলল কৃষকের মরদেহ

নিখোঁজ কুদ্দুসের বড় মেয়ের জামাতা আব্দুল আজিজ দাবি করেন, পুলিশের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাপ দিলে তার শ্বশুর নিখোঁজ হয়। পুলিশ তার শ্বশুরকে পানিতে ঝাপ দিতে দেখে থাকলেও পরিবারের লোকজনকে জানায়নি। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে ৯৯৯ নম্বরে কল করে ঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে, বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল খালে উদ্ধার তৎপরতা শুরু করে। আব্দুল আজিজ বলেন, তার শ্বশুরকে পুলিশের তাড়া করারা কারন আমাদের জানা নেই। পুলিশের চোখের সামনে খালের পানিতে ঝাপ দিলেও আমার শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করেনি।

টঙ্গীবাড়ি থানার এসআই আল-মামুন বলেন, মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ কুদ্দুস সরদরাকে ধরার জন্য যায়। এ সময় ধাওয়া করলে সে খালের পানিতে ঝাপ দেয়। পরে সে সাঁতরে তীরে উঠে পালিয়ে গেছে।

আরও পড়ুন: চকরিয়ায় বন্যার্তদের পাশে কোস্ট গার্ড

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান বলেন, কুদ্দুসের বিরুদ্ধে মাদক, চুরি ও জুয়াসহ টঙ্গীবাড়ি থানায় অন্তত ১৫ টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে। বালিগাঁও বাজারে পুলিশ অন্য কাজে গিয়েছিলো। অথচ পুলিশ দেখেই কুদ্দুস দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে ঝাপ দেয়।

ঢাকা ফায়ার সার্ভিসের ভ্রাম্যমান কর্মকর্তা আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনের কাছ থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে আমাদের অবহিত করে পুলিশ। সকালে আমরা উদ্ধার অভিযান শুরু করি।

আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের দেড়-কিলোমিটার এলাকায় খুঁজে তাকে পাওয়া যায়নি। মনে হচ্ছে খালে প্রচন্ড স্রোত থাকায় ভেসে গেছেন ওই ব্যক্তি।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নাসিরনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হিট স্ট্রোকে যু...

বায়ুদূষণে আজ ঢাকা সপ্তম

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণে বিশ্ব...

লক্ষ্মীপুরে চলছে ৫ ইউনিয়নে ভোট

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি...

৪ দাবিতে চট্টগ্রামে পরিবহন ধর্মঘট শুরু

জেলা প্রতিনিধি: চট্টগ্রামে শিক্ষা...

ছেলের হাতে বাবা খুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছেলের অঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা