খেলা

মেসি-ওসমানের ঝলকে ঝলসে গেলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : ইনজুরি থেকে ফিরে মৌসুমে প্রথমবারের মতো মূল একাদশে ওসমান দেম্বেলে। আর ফিরেই ঝলক দেখালেন, তার এবং দলের অধিনায়ক লিওনেল মেসির গোলেই জুভেন্টাসের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে স্পেনে ফিরেছে বার্সেলোনা। এই ম্যাচে অবশ্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খেলতে পারেননি জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে প্রথমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বার্সেলোনা। আর দুর্দান্ত আক্রমণে খেলার দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সম্ভবনা ছিল বার্সার। সদ্যই জুভেন্টাস ছেড়ে বার্সায় যোগ দেওয়া মিরালেম পিয়ানিচের দুর্দান্ত জুভে গোলরক্ষক ফিরিয়ে দেয়, তবে ফেরানো বলটায় পেয়ে যান অ্যান্তোনিও গ্রিজম্যান। গোলমুখে বল পেয়ে জোরালো শটও নিয়েছিলেন গ্রিজম্যান তবে বিধি বাম হয়ে দাঁড়ায় গোল পোস্ট, সেখানে লেগেই ফিরে আসে বল।

তবে আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালানদের। ম্যাচের ১৪তম মিনিটে ইনজুরি থেকে ফিরে প্রথম মূল দলে সুযোগ পাওয়া ওসমান দেম্বেলে দুর্দান্ত এক গোল করে বার্সাকে ১-০ গোলের লিড এনে দেন। লিওনেল মেসি জুভেন্টাসের ডি বক্সের বাঁ প্রান্ত থেকে লং বল ছুঁড়ে দেন দেম্বেলেকে, ডি বক্সের বেশ দূরে পাওয়া বল নিয়ে ধীর পায়ে এগিয়ে যান দেম্বেলে আর আচমকা শট নেন। এমন আচমকা শটে জুভে ডিফেন্ডাররা চমকে তো যায়ই সেই সঙ্গে গোলরক্ষক বুঝতেই পারেননি দেম্বেলে ওই পজিশন থেকে শট নেবে। আর তাতেই এগিয়ে বার্সা।

এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল বার্সার সামনে তবে ডি বক্সের ভেতর থেকে লিওনেল মেসির নেওয়া শট গোলপোস্টের বাইরে চলে গেলে সে যাত্রায় বেঁচে যায় তুরিনের বুড়িরা। তবে পিছিয়ে পড়ার মাত্র ৭ মিনিট পরে ম্যাচে ফেরা গোল দিয়েছিলেন জুভেন্টাসের স্ট্রাইকার আলভারো মোরাতা। তবে তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এভাবেই প্রথমার্ধ বার্সেলোনার ১-০ গোলে এগিয়ে থাকার মাধ্যমেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় আরও একবার অফসাইডে কারণে মোরাতার করা গোল বাতিল হয়। ১-০ গোলে পিছিয়ে থেকেই ম্যাচের ৮৫তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভে। পিয়ানিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ডেমিরাল। দশজনের জুভে বার্সার সঙ্গে আর পেরেই ওঠেনি, উল্টো ম্যাচের অন্তিম মুহূর্তে আনসু ফাতিকে ডি বক্সের ভেতরে ফাউল করে বার্সাকে পেনাল্টি উপহার দেন ফেডেরিকো বার্নার্দেস্কি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্ট...

ভোলায় উপকূলজুড়ে কোস্টগার্ড মোতায়েন  

ভোলা প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা...

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু কাল 

নিনা আফরিন, পটুয়াখালী: আগামীকাল...

নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসব...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

রাইসির মৃত্যুতে আমরা জড়িত নই

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ...

নোয়াখালীতে মদসহ ২ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে ৯৬ বোতল বিদেশি মদসহ ২ যুবককে গ্র...

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু 

জেলা প্রতিনিধি: নাটোরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো...

কাল ইভিএমে ২৪ উপজেলায় ভোট

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল উপজেলা পরিষদের ২য় ধাপের সাধারণ নি...

বাজার মনিটরিংয়ের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিংয়ে জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা