সারাদেশ

মন্দির-শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ 

নিজস্ব প্রতিনিধি,পাবনা: স্থানীয়দের দাবি উপেক্ষা করে অর্ধশত বছরের পুরনো পাবনার ঈশ্বরদী পৌর শ্মশান ঘাট ও কালী বিগ্রহ মন্দিরে যাতায়াতের রাস্তাটি বন্ধ করার অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অটোবাইক পার্কিং করার অজুহাতে বুধবার (২৬ মে) পুলিশি প্রহরায় পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তার প্রবেশ মুখে পিলার পুঁতে রাস্তাটি বন্ধ করে দেয়।

হিন্দু সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা জানান, এ রাস্তা বন্ধ করার ফলে প্রায় আধা কিলোমিটার ঘুরে পাতিবিলের রাস্তা দিয়ে ছাড়া তারা শ্মশানে কিংবা মন্দিরে যাতায়াত করতে পারবেন না। রেলগেটের অটোবাইক চালক-মালিকরা বলেন, এই রাস্তা বন্ধ করার ফলে প্রায় একশ’ অটোবাইক পার্কিং করার জায়গাও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শহরের রেলওয়ে গেট পাতিবিল তিনকোনা খাদের প্রথম প্রান্ত থেকে এই রাস্তায় পৌর এলাকার সাঁড়া গোপালপুর চালাকপাড়া, পাকশী ইউনিয়নের বাঘইলসহ কয়েক গ্রামের মানুষজন গত ৫০ বছরেরও বেশি সময় ধরে চলাচল করে আসছে। স্থানীয় বাসিন্দা তহুরুল ইসলাম বলেন, এ রাস্তায় ভারি যানবাহন চলাচল না করলেও রিকশা, মোটর সাইকেল, অটোবাইক, সিএনজিচালিত অটোরিকসা, ইঞ্জিনচালিত ছোট ছোট যানবাহন চলাচল করতো। কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকে এ রাস্তায়। হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় নতুন সংকটে পড়তে হলো।

রেলওয়ে গেটে ইজি অটোবাইক চালক সমিতির ম্যানেজার সাদ্দাম হোসেন বলেন, এই রাস্তা বন্ধ না করার দাবি জানানোর পর রাস্তাটি খোলাই ছিলো । কিন্তু বুধবার হঠাৎ করে পুলিশ রাস্তাটি এভাবে বন্ধ করে দেয়। এতে প্রায় একশ’ ইজি অটোবাইক চলাচলের ও রাখার জায়গাটি বন্ধ হয়ে গেল।

ঈশ্বরদী পৌর শ্মশান ও কালী বিগ্রহ মন্দির কমিটির সভাপতি অধ্যাপক উদয় লাহিড়ী বলেন, রাস্তাটি বন্ধ না করার জন্য ইতিপূর্বে হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা রেলওয়েকে অনুরোধ করে আবেদন করেছে। কিন্তু তারা সেসব উপেক্ষা করে পুলিশ দাঁড় করিয়ে রেখে রাস্তাটি বন্ধ করে দিল। ফলে কালী বিগ্রহ মন্দিরে পূজার জন্য কিংবা হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে তাকে শ্মশানে শেষকৃত্যের জন্য নিতে হলে অন্যপথ ঘুরে যেতে হবে, নতুন দুর্ভোগের মুখে পড়লাম আমরা।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ইনচার্জ অব ওয়ার্কস (আই ও ডব্লিউ) তৌহিদ সুমন বলেন, রেললাইনের পাশেই ইদানিং সারিবদ্ধভাবে অটোবাইক রাখা হতো, বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ মনে করেছে এতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আস...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শনিবার (১৮মে) বেশ কিছু খেল...

মেঘনা নদীতে পাঙ্গাশ রক্ষায় অবৈধ চাই ধ্বংস 

ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনা নদী থ...

মুন্সীগঞ্জে ভাসমান মরদেহ উদ্ধার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোটগাঁ...

বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার বা...

স্যার যদুনাথ সরকার’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধান...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ রবিবার (১৯মে) বেশ কিছু খেল...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা