রাজনীতি

মওদুদের বিরুদ্ধে দুই ডজন মামলার কী হবে?

মাহমুদুল আলম : সাবেক আইনমন্ত্রী ও সদ্যপ্রয়াত মওদুদ আহমদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে রয়েছে বিভিন্ন মামলা। তার বিরুদ্ধে হওয়া মামলার সঠিক সংখ্য জানা না গেলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামায় তার বিরুদ্ধে ২৪টি (দুই ডজন) মামলা চলমান আছে বলে উল্লেখ করেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তার বিরুদ্ধে আর কী মামলা হয়েছে, তা জানা যায়নি। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে ২০১৮ সালের ২৫ নভেম্বর স্বাক্ষর করা ওই হলফনামাতেও তিনি বিশেষ দ্রষ্টব্যে লিখেছেন, ‘আমার বিরুদ্ধে আরও অজ্ঞাত মামলা থাকতে পারে, তবে যা আমার জ্ঞাত রয়েছে সেগুলো উল্লেখ করলাম।’

তবে মামলার সংখ্যা যাই হোক, তিনি মারা যাওয়ার পর এখন এসব মামলার কী হবে?

বিএনপি আমলের সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জানতে চাইলে তার বিরোধী রাজনৈতিক শিবির আওয়ামী লীগ আমলের সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাননিউজের সঙ্গে এই নিয়ে একাডেমিক আলোচনা করেন। এমন পরিপ্রেক্ষেতে মামলার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, যার বিরুদ্ধে মামলা তিনি যদি মারা যান, তবে মামলা আর চলবে না।

এর প্রক্রিয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যে কোনও পক্ষই (বাদী, বিবাদী বা সরকার) আদালতকে বিষয়টি অবহিত করলে আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করে দেবে। এটি হচ্ছে ফৌজদারি মামলার (ক্রিমিনাল কেস) ক্ষেত্রে। তবে দেওয়ানী মামলা (সিভিল কেস) যদি হয়, তাহলে মৃত ব্যাক্তির ওয়ারিশ যারা, তাদেরকে পক্ষভূক্ত করে মামলার কার্যক্রম চলবে।‘

ফৌজদারি ও দেওয়ানী মামলার ক্ষেত্রে দুই রকম প্রক্রিয়ার কারণ ব্যাখ্যা করে জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদ বলেন, ‘ক্রিমিনাল কেস হয় সাধারণত ব্যক্তির বিরূদ্ধে। কিন্তু যেই ব্যক্তির বিরূদ্ধে অভিযোগ, সেই ব্যক্তিই যদি মারা যান, তবে মামলা চলবে কার বিরূদ্ধে? তাই অভিযুক্ত ব্যক্তি মারা গেলে ওই মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

আর সিভিল কেস হয় কোন সম্পত্তি নিয়ে। এক্ষেত্রে কোন ব্যাক্তি মারা গেলেও সংশ্লিষ্ট সম্পত্তি কিন্তু থেকে যায়। ব্যক্তি মারা গেলে তার ওয়ারিশ ওই সম্পত্তির মালিক হয়। তাই দেওয়ানী মামলার ক্ষেত্রে ওই ওয়ারিশকে পক্ষভূক্ত করে মামলার কার্যক্রম অব্যহত রাখা হয়।‘

প্রসঙ্গত, নোয়াখালী -৫ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে জমা দেওয়া মওদুদ আহমদের ওই হলফনামায় তিনি উল্লেখ করেছেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় বিশেষ জজ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন আছে।

এছাড়া তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৬ ধারায় একটি, ১৮৬০ সালের দন্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/১০৯/৩৪ ধারায় একটি, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী ২০১০) এর ৪/৫ ধারায় একটি, ১৮৬০ সালের দন্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/১০৯/৩৪ ধারায় একটি, ১৮৬০ সালের দণ্ডবিধির
১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/১০৯ ধারা, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী ২০১০) এর ৪/৫ ধারায় একটি, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৫৩/৩০৭/৪২৭/১০৯/৩৪ ধারায় একটি, ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৬ ধারায় দুইটি, আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধনী ২০১০) এর ৪/৫, ১৮৬০ সালের দন্ডবিধির ৪২৪/৪৬৩/৪৬৪/৪৬৮/৪৭১ তৎসহ ২০০৭ সালের জরুরী ক্ষমতা আইনের ১৫ ধারায় দুইটি, ১৮৮৪ সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এর ১৬৫ ও ১৬৬ ধারা তৎসহ ২০০৭ সালের জরুরী ক্ষমতা আইনের ১৫ ধারায় একটি, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৭/৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬/৩০৭/৩০২/৪২৭/৪৩৫/৩৮০/৩৭৯/১০৯/১১৪/৩৪ ধারা তৎসহ ১৯০৮ সালে বিস্ফোরক উপাদানাবলী আইন ৩/৬ ধারায় তিনটি, ১৮৬০ সালের দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৪২৭/১০৯/৩৪ তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৩(ক)/৬ ধারা, দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় একটি এবং ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/১৮৬/৪২৭/৩০৭/৩৪ ধারায় একটিসহ মোট ২৪টি মামলার কথা উল্লেখ করেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্...

ঢাবিতে ‘আগুনমুখা’র নেতৃত্বে ফাহাদ-সামদানী

নুসরাত জাহান ঐশী: বাকিবিল্লাহ ফাহাদকে সভাপতি ও মু. তানযীম সা...

খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মহালছড়িতে...

বোয়ালমারীতে হত্যাচেষ্টা মামলায় সুদেব সিং গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

ফের হিট অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : চলমান মৃদু তাপপ্রবাহ ৪২ জেলায় বিস্তার লাভ...

প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...

গুলিতে আহত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ব...

ঘুম থেকে উঠে দেখতাম অস্ত্র তাক করা

নোয়াখালী প্রতিনিধি: রাতে আমরা বিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা