স্বাস্থ্য

বিশ্বে আরও ৮ হাজার ৬৬৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজার ৬৬৫ মানুষ। এতে রোববার (২৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে।

একই সময়ে নতুন করে ৫ লাখ ৪১ হাজার মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনার সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৯৬ লাখ ১৭ হাজার ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৫৪ হাজার ৩৮১ জন মারা গেছেন।

এছাড়া বিশ্বে দৈনিক প্রাণহানির শীর্ষে উঠে এসেছে উত্তর আমেরিকারেই আরেক দেশ মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৬৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৫৫৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ১১ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৫০ জনের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯১ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ৬৬ হাজার ৪০৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৩৭২ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৬৯৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭ লাখ ২৮ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৫২ জনের।

অন্যদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫৭ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৭ হাজার ৮৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৪ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১৪ জন। করোনাভাইরাস মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৪৮ লাখ ৯৫ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত এবং ১ লাখ ৫ হাজার ৯০১ জন মারা গেছেন।

অন্যদিকে, এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ২৮ হাজার ৮৫৮ জন, রাশিয়ায় ৬৮ লাখ ৬৩ হাজার ৫৪১ জন, যুক্তরাজ্যে ৬৬ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন, ইতালিতে ৪৫ লাখ ২৪ হাজার ২৯২ জন, তুরস্কে ৬৩ লাখ ২৯ হাজার ৫৪৯ জন, স্পেনে ৪৮ লাখ ৩১ হাজার ৮০৯ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৩৩ হাজার ৫৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ১৫৭ জন, রাশিয়ায় এক লাখ ৮০ হাজার ৮৪০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৩৭৬ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৫৬ জন, তুরস্কে ৫৫ হাজার ৯৫৮ জন, স্পেনে ৮৪ হাজার এবং জার্মানিতে ৯২ হাজার ৬৩১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

ঢাকায় ফিরল ৮ বাংলাদেশির লাশ  

নিজস্ব প্রতিবেদক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিউ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ শুক্রবার (৩ মে) বেশ কিছু খ...

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

কাঁচা আমের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকালের সু...

মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নই আ’লীগের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন...

১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: নাফ নদীতে মাছ শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা