ছবি : সংগৃহিত
রাজনীতি
সরকারবিরোধী আন্দোলনে আছি

বিএনপির সঙ্গে জোট কার্যকর নেই!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই জানিয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা সরকারবিরোধী আন্দোলনে আছি।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান

বিগত এক দশকের অধিক সময় পর রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে সমাবেশ করা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, রাজনৈতিক দলটিকে এতো বছর ধরে কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, নিজেদের কার্যালয়ে সভা করতে গেলেও যাদের গ্রেফতার হতে হয়েছে। ইসলামপন্থী সেই দল হঠাৎ কীভাবে রাজধানীতে সমাবেশ করতে পারল, তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ ছাড়া বিএনপির সঙ্গে দলটির সম্পর্ক নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এ নিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে।

আরও পড়ুন: ভিসানীতিকে সমর্থন করি

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে 'পর্দার অন্তরালে' যেসব যোগাযোগ বা নানারকম সমীকরণ চলছে, জামায়াতের ইসলামীর সমাবেশের মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে।

গত শনিবার (১১ জুন) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, যেখানে দলটির বহু নেতাকর্মী অংশগ্রহণ করে।

শনিবারের সমাবেশ থেকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন: তিন মাসের এমপি হতে প্রার্থী যারা

রোববার (১২ জুন) সমাবেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জামায়াত মাঠে নামে নাই, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বি বিএনপি।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ওই সমাবেশের প্রসঙ্গে বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সভা থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে, এগুলো জামায়াতের বক্তব্য নয়, বিএনপির বক্তব্য। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হচ্ছে জামায়াত। বিএনপি জামায়াতকে দিয়ে এসব কথা বলিয়েছে।’

অপরদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না কিছু প্রশ্ন তুলে বলেছেন,‘জামায়াতের ব্যাপারটা কিন্তু বিস্ময়কর। এতদিন তারা দেয়নি কেন? নতুন করে আবার পারমিশন দিল কেন? এই ব্যাখ্যা আমরা তাদের কাছে চাই।’

আরও পড়ুন: আবারও ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার একটা রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে পুরো বিষয়টা করছে... এ রকম অনুমান করার যথেষ্ট কারণ আছে।’

বিবিসি বাংলাকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের তবে এসব আলোচনা প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই, কিন্তু আমরা সরকারবিরোধী আন্দোলনে আছি।’

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু

আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ‘সভা সমাবেশ করা তো আমাদের রাজনৈতিক অধিকার। গত ১০ বছর ধরে আমাদের প্রকাশ্যে কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, তাদের হয়তো সেই বোধোদয় হয়েছে; তাই এখন অনুমতি দিয়েছে। এর অন্য কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: টানা একমাস দাবদ...

মিল্টন সমাদ্দার রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: মৃত্যুর জাল সনদ তৈরির অভিযোগে প্রতারণা ও জ...

আমিরাতে প্রবল বৃষ্টিপাত, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বৃষ্টিপা...

লিওনার্দো দা ভিঞ্চি’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

ভরিতে ১৮৭৮ টাকা কমলো স্বর্ণের দাম 

নিজস্ব প্রতিবেদক: টানা অষ্টমবারের...

এসএসসির ফল ১২ মে

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল...

গাজীপুরে সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাই...

পাহাড় ধসে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলো...

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়া...

গাজীপুরে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার জয়দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা