জাতীয়

ফের রাজপথে নামছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ 

সান নিউজ ডেস্ক: নতুন বছরের ৬ জানুয়ারি ৩০% কোটা পুনর্বহালসহ ৭ দাফা দাবিতে, ‘শাহবাগে অবস্থান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু হত‌্যাকান্ডের অন‌্যতম প্রতিবাদকারী, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম লোকমান হোসেনের পুত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হতে যাচ্ছে।

এই কর্মসূচিতে দেশের সকল বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, সকল প্রাতিষ্ঠানিক ইউনিটসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিরা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করবে বলে ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি চাকুরী ও অন্যান্য ক্ষেত্রে তাদের হারানো অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠনই বারবার রাজপথে নেমে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই দাবিতে তারা শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করে পুলিশের বাধাগ্রস্তের শিকার হয়েছিল।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাফি সমুদ্র জানান, ৩০% কোটা ফেরতসহ ৭ দফা দাবিতে সারাদেশে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিনাতনিসহ মুক্তিযুদ্ধের এক বৃহত্তম প্রজন্মকে তারা সুসংগঠিত করেছে। সেই সুবাধে তারা সরকারকে বার্তা দিতে চায় যে, দেশ এখনো মুক্তিযুদ্ধের চেতনার মানুষেরা সক্রিয় রয়েছে। তুমুল আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার নিশ্চিত করবে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে:

১. দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তিসহ বয়সসীমা ৩৫ বছর করতে হবে।

২. বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করাসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী ও মর্যাদা নির্ধারণ করতে হবে।

৩. বঙ্গবন্ধু কর্তৃক উপহার মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের সম্পত্তি বিক্রয় না করে, লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহযোগীতা করতে প্রস্তুত রয়েছে।

৪. মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সকল মৃত: বীর মুক্তিযোদ্ধা পরিবারের অন্তত একজন সদস্যকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করতে হবে। জীবিত বা মৃত বীরমুক্তিযোদ্ধাদেরকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।

৫. জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে কম্পক্ষে ৫০ টি সংরক্ষিত আসন সৃষ্টি করতে হবে। জেলা- উপজেলা- ইউনিয়ন পরিষদে ২ জন করে বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদের জন্য সংরক্ষিত সদস্য পদ সৃষ্টি করতে হবে। সকল প্রতিষ্ঠানের গভর্ণিং কমিটি ও আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে ২জন বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদেরকে বাধ্যতামুলক সদস্য করতে হবে।

৬. সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামালা, নির্যাতন ও তাদের জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। দূর্নীতি-মাদক-ধর্ষনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

৭. মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি- নাতনিদের জন্য ১০% আসন দিতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব কাজী টিটো আমাদের প্রতিনিধির মাধ‌্যমে সরাদেশের মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের সকল প্রজন্মকে এই দাবীর সাথে ঐক‌্যবদ্ধ হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সম্পূর্ণ পুড়ে গেছে রাইসির হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বর্তমান...

ডিভোর্সটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিলো

বিনোদন ডেস্ক: বলিউড চলচিত্রের গ্র...

ইপিএল চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক: ১ দিন আগেই ম্যানস...

রক্তে ভেজা ‘মুল্লুক চলো’ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আজ রক্তে ভেজা ঐ...

গজারিয়ার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: প্রথ...

পানিতে ডুবে ২ সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে নাফিজা মো...

সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকার স্থ...

সয়াবিন তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সয়াব...

আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর যে ভিসানীতি দ...

বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা