জাতীয়

নতুন রূপে ফিরবে ফুলবাড়িয়া সুপার মার্কেট

জাহিদ রাকিব: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটকে নতুন রূপে সাজানোর পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর এ লক্ষ্যেই মার্কেটের ভেতরে পুনঃসংস্কারের কাজ চলছে। সংস্কার কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে। এরপরই নতুন নকশা অনুযায়ী মার্কেটের কার্যক্রম শুরু হবে।

সোমবার (২৫ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি আরও জানায়, ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এর নকশা বহির্ভূত ৯১১টি দোকান চিহ্নিত করে তা ভাঙা হয়। গত ৮ ডিসেম্বর ওই অভিযান চলে। মূলত অবৈধভাবে ওই ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিলো।

দোকান উচ্ছেদ শেষে মার্কেটের ভেতরে পুনঃসংস্কারের জন্য টেন্ডারের আহ্বান করা হয়। বর্তমানে টেন্ডারের কাজ চলছে। নতুন নকশা অনুযায়ী আগামী ডিসেম্বরে মার্কেটের কার্যক্রম শুরু হবে।

এদিকে অভিযোগ রয়েছে, উচ্ছেদ হওয়া ফুলবাড়িয়া সুপারমার্কেটের ৯১১টি দোকানের মালিক কোনো ক্ষতিপূরণ পায়নি। ফলে দোকান হারিয়ে তারা এখন নিঃস্ব। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাদের।

ফুলবাড়িয়া সুপার মার্কেটের একাধিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাননিউজকে জানান, ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে ওই মার্কেটে দোকানগুলো বরাদ্দ দেয়া হয়েছিলো। আর এ জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্থানীয় জনপ্রতিনিধিকে এককালীন টাকাও দেয়া হয়। তাই হিসাব অনুযায়ী তাদের মালিকানা বৈধ। হঠাৎ কীভাবে অবৈধ হয়ে গেলো, সেটা বুঝতে পারছেন না তারা।

তারা আরও জানান, সাঈদ খোকন আগের মেয়র থাকা অবস্থায় এই দোকানগুলোর বিনিময়ে তাদের কাছ থেকে সাত থেকে ১৫ লাখ করে টাকা নিয়েছেন। এ ঘটনার বিচার চান তারা। পাশাপাশি তারা বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে ক্ষতিপূরণ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা-ভাংচুর 

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে...

আগুনে শতাধিক ঘর-দোকান ভস্মীভূত

জেলা প্রতিনধি : গাজীপুরের ভোগড়া এলাকায় আগুনে তিনটি কলোনির...

কানে ‘গোলাপী রানি’ উর্বশী

বিনোদন ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচ...

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস 

নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মে, ঐতিহা...

দেশ ছাড়ল বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্ব...

বজ্রপাতে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমব...

নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে মো. আব্দ...

মসজিদে আগুনে পুড়ে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি মসজিদে বাইরে থেকে তালা আট...

দ্বিজেন্দ্রলাল রায়’র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা