সারাদেশ

খাগড়াছড়িতে কলা চাষে উৎসাহিত চাষিরা 

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রামে বিস্তৃত এলাকা জুড়ে আবাদকৃত কলার চাহিদা বেড়েই চলেছে সমতলে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় পরিত্যক্ত টিলাভূমি ও বাড়ির আশপাশে উৎপাদিত বিভিন্ন প্রজাতির কলা এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিনিয়ত সমতলের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এসব কলার চাহিদা বেশি হওয়ায় সারাদেশে পাহাড়ি কলা বিক্রি করে লাভবান হচ্ছেন স্হানীয় চাষি ও ব্যবসায়ীরা।

আরও পড়ুন: গজীপুরে সড়ক অবরোধ-ভাঙচুর

খেতে সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় দেশের বিভিন্ন জেলায় খাগড়াছড়ির কলার চাহিদা অনেক বেশি। পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দুর্গম পাহাড়ি গ্রামের উচুনিচু পথ বেয়ে কলা নিয়ে আসা হয় খাগড়াছড়ি শহরের কলা বাজারে। সেখান থেকে খুচরা ব্যবসায়ী থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা কলা কিনে পণ্যবাহী ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম, নোয়াখালী,কুমিল্লা,ঢাকাসহ সারাদেশে নিয়ে যান বিক্রির জন্য।

খাগড়াছড়িতে বিভিন্ন জাতের কলার চাষ হয়ে থাকে, তবে দুই জাতের কলা সবচেয়ে বেশি পাওয়া যায়। একটি চাপা কলা অন্যটি বাংলা কলা । স্থানীয় মানুষের নিকট এটি চম্পা কলা নামেই বেশি পরিচিত। উঁচু নিচু পাহাড়ের মাটিতে জন্মায় বলে পাহাড়ি কলা নামে বেশ সুখ্যাতি রয়েছে।

পুষ্টিগুণে ভরপুর হওয়ায় চাপা কলার চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয় বাংলা কলা। যার কারণে এই কলার চাষে দিন দিন ঝুকছে পাহাড়ের কৃষকরা। সারাবছর এসব কলার ফলন পাওয়া যায়। তবে আগস্ট থেকে অক্টোবর মাসে ফলন হয় সবচেয়ে বেশি। এ সময় পাওয়া কলাগুলো আকারেও অনেক বড় হয়। বাজারে চড়া দামে বিক্রয় হয়।

স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাহাড়ে উৎপাদিত প্রচুর পরিমাণ কলা সমতলের বাজারে যাচ্ছে। এছাড়াও প্রতি সোম ও বুধবার বাজারের দিন খাগড়াছড়ি থেকে ছোট-বড় ২০/২৫ গাড়িতে করে কলা সারা দেশে নিয়ে যান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: আবারও সীমান্তে গোলাগুলি

নোয়াখালী থেকে খাগড়াছড়ির কলা বাজারে আসা ব্যবসায়ী আব্দুল হালিম সান নিউজকে বলেন, ‘শহরের বাজারগুলোতে পাহাড়ি অঞ্চলের কলার চাহিদা অনেক বেশি। সমতল এলাকার কলা আর পাহাড়ের কলার পুষ্টিকর ও গুণগত মানে অনেক পার্থক্য। তাই এখানকার কলার দামও বেশি।খাগড়াছড়ি থেকে কলা নিয়ে সমতলের বাজারে বসে থাকতে হয় না। প্রতি বছর কলার দাম বাড়ে। এ বছরও বেড়েছে। প্রতি ছড়া কলা মানভেদে ২০০থেকে ১ হাজার টাকায় কিনে থাকি। কিছু কিছু এলাকার কলার ছড়া এত বড় হয়, সেগুলো ১৫০০থেকে ২৫০০ হাজার টাকায় কিনতে হয়।’

খাগড়াছড়ি কলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল বলেন, ‘এই বাজারে বাইরে বিভিন্ন জেলা থেকে অনেক ব্যবসায়ী আসেন। প্রতি বাজারে ব্যবসায়ী এবং কৃষকদের মধ্যে প্রায়৪৫ /৫০ লাখ টাকা লেনদেন হয়ে থাকে।’

তিনি আরও বলেন, ‘বাজারে কলা এনে কখনোই অপেক্ষা করতে হয় না কৃষকদের। খুব সহজে উপযুক্ত দামে কলা বিক্রি করে অনাসয়ে বাড়ি চলে যেতে পারেন। ফলে দ্রুত সময়ে বেচাকেনা হওয়ায় কৃষক এবং ব্যবসায়ী দুজনই লাভবান হন।’

আরও পড়ুন: ভালুকায় ৮ বছরের শিশুকে ধর্ষণ

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার বলনে, ‘খাগড়াছড়ি জেলায় বেশিরভাগ ভূমিই পাহাড়ি। এই পাহাড়ি জমিতে বিভিন্ন প্রজাতের কলা থাকলে ও চাপা এবং বাংলা কলার ভালো ফলন হয়। এসব কলা নিজে থেকেই বেড়ে ওঠে পাহাড়ের মাটিতে । সার কীটনাশক এমন কি তেমন পরিচর্যারও প্রয়োজন হয় না। শুধু কলা চারার আশপাশে জঙ্গল পরিষ্কার করলেই চলে। এটি অনেক লাভজনক একটি ফল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জায়েদের ফোন পানিতে ছুড়ে ফেললেন সাকিব

বিনোদন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের...

রাজধানীতে তাপমাত্রা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: চলতি তাপপ্রবা...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বুধবার (১লা মে) বেশ কিছু খ...

চীনে সড়ক ধসে নিহত ১৯ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ...

বিরক্ত হয়েই শাকিবের পরিবার এই সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নতুন করে...

কাঁচা আমের উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: গ্রীষ্মকালের সু...

আ’লীগ জনগণের কল্যাণে কাজ করে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও...

১০ জেলেকে মুক্তি দিল আরকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরে...

বজ্রপাতে একদিনেই প্রাণ গেল ১০ জনের

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিহীন বৈশাখ...

হাসপাতাল থেকে বাসা ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা