ব্যাংক এশিয়ার মামলায় এক্সিম ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয় ক্রোকের আদেশ দিয়েছেন অর্থঋণ আদালত।
জানা যায়, তহবিল সঙ্কটে পড়ে গতবছর ব্যাংক এশিয়া থেকে ধার হিসেবে ৪০০ কোটি টাকা নেয় এক্সিম ব্যাংক। এর মধ্যে ৩৮৯ কোটি টাকা আর ফেরত দিতে পারেনি এক্সিম ব্যাংক। এই টাকা আদায়ে মামলা করে ব্যাংক এশিয়া। সেই মামলায় ঢাকার অর্থঋণ আদালত-৫ এর বিচারক মুজাহিদুর রহমান আজ এ আদেশ দেন।